জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রবিবার রাজধানী কুয়ালালামপুরে ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন মকবুল হোসেন মুকুল।
মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্নআহ্বায়ক অহিদুর রহমান অহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়ার সভাপতি, কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এমদাদুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা। তাই বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানেই বাংলাদেশকে অস্বীকার করা।
যুগ্নআহ্বায়ক রাশেদ বাদলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্নআহ্বায়ক কামরুজ্জামান কামাল, শাহিন সরদার, এ কামাল হোসেন চৌধুরী, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় উপকমিটির নেতা জামিল হোসেন নাসির, সাবেক সভাপতি আলমগীর হোসেন, দাতু আক্তার হোসেন, প্রফেসর ডক্টর আব্দুর রহিম, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংবাদিক গৌতম রায়। বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, নুর মোহাম্মদ ভূঁইয়া, হুমায়ন কবির, মামুনুর রশিদ, মুরাদ চৌধুরী, আব্দুল বাতেন, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, মাহবুবুল হক, মাসুদ রানা, হাফিজুর রহমান ডব্লিউ।
এসময় হাবিবুল্লা, লিটন, নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ আর মামুন, বঙ্গবন্ধু পরিষদের ড. কবির হোসেন, ড. আব্দুল মতিন চৌধুরী, ড. মহিবউল্লাহ, ফারজানা সুলতানাসহ মালয়েশিয়া আওয়ামী লীগের ইপু শাখার সভাপতি হাবিবুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জোহর প্রদেশের সভাপতি ফাহিম প্রধান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আমিন, পুচং পারদানা শাখা সভাপতি মনির হোসেন, ইকবাল হোসেন, পাঞ্ছারামপুরের সভাপতি শাহিনসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী সংগঠন মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, শ্রমিকলীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল হাসান।
অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন যুবলীগের যুগ্নআহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, কুয়ালালামপুর মহানগর যুবলীগ সভাপতি রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয়, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দিন সেলিম, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছা্ত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ মোল্লা, কুয়ালালামপুর ছাত্রলীগের সভাপতি জুয়েলসহ অনেকে।
বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাস থেকে সমন্বিতভাবে কাজ করতে একাত্বতা প্রকাশ করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শফিকুর রহমান চৌধুরী ও ত্রিপিটক পাঠ করেন শ্রী প্রদিপ কুমার বিশ্বাস। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন