১৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৮

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

স্পেন প্রতিনিধি

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় খেতাফে মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। সমাপনী খেলায় টাইগার মাদ্রিদ ৯৬ রানে বিয়া ভেরদে ক্রিকেট দলকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, প্রবাসে তরুণরা অবসর সময় খেলাধূলায় মগ্ন থাকলে ঐ সময়ের সঠিক মূল্যায়ন যেমন হবে, তেমনি শরীর ও মন ভালো থাকবে। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত আরো বলেন, প্রবাসে সকলকে যার যার অবস্থান থেকে একেকটি কর্মের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। যুব সমাজকে সঠিক পথে অগ্রগামী করার দায়িত্বও মাথায় রাখতে হবে, যাতে সমাজের জন্য, দেশের জন্য কল্যাণকর হয়ে উঠতে পারেন তারা। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ও আল মামুন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আলামিন মিয়া, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এসএম মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক তুতা কাজী, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সিনিয়র সহ-সভাপিত খলিল খান, গ্রেটার সিলেটের আব্দুল কাইয়ূম মাসুক, আব্দুল কাইয়ূম সেলিম, সাইফুল ইসলাম ইকবাল, শাওন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  বদরুল কামালী, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ ও সিদ্দিকুর রহমান প্রমূখ। 

এর আগে স্থানীয় সময় দুপুরে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ দল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন টাইগার মাদ্রিদের আসলাম বকসী। 

জবাবে জয়ের জন্য ২২৯ রানের লক্ষে বিয়া ভেরদে ক্রিকেট দল ব্যাট করতে নেমে ১৩২ রানে থেমে যায়। ৯৬ রানে জয়ী হয় টাইগার মাদ্রিদ। চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার আসলাম বকসী ব্যাট হাতে ৮৮ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর