বেলজিয়ামে বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যা সমাধানের লক্ষে প্রবাসী নেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির এন্টারপেন শহরে এ সভার আয়োজন করা হয়।
সভায় রাজধানী ব্রাসেলসের মসজিদের সংস্কার কাজ, কমিটি গঠন ও দেশটির দ্বিতীয় শহর এন্টারপ্যানে মসজিদের কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত কমিউনিটির নেতারা সবাইকে একসাথে কমিউনিটির জন্য কাজ করার আহ্বান জানান।
এছাড়াও সাম্প্রতিককালে এন্টারপ্যানের মসজিদের কমিটি গঠন নিয়ে বিশৃঙ্খলার বিষয়টি সমাধানের জন্য কিভাবে অতিসত্তর সুষ্ঠ ভোটের মাধ্যমে কমিটি গঠন করা যায় সে ব্যাপারে আলোকপাত করা হয়।
এসময় ব্রাসেলস, লিয়েজ, নামুর ও স্থানীয় সদ্যসরা উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশি কমিউনিটির কল্যাণ কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করে হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির