ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খেমজির সাথে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন সৌজন্য সাক্ষাৎ করেছে। সংগঠনটির সহ-সভাপতি তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির জেনারেল মেম্বার সেলিম আহমেদ ও বিসিএসএ'র ওমানের উপদেষ্টা ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবির প্রমূখ।
সাক্ষাৎকালে সুদূর বাংলাদেশ থেকে ক্রিকেটকে ভালোবেসে ওমানে খেলা দেখতে আসায় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন'কে ধন্যবাদ জানান পঙ্কজ খেমজি। এসময় ওমান জাতীয় ক্রিকেট দলের সাক্ষরিত জার্সি উপহার দেন বোর্ড চেয়ারম্যান পঙ্কজ খেমজি। এদিকে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার এসোসিয়েশনের পক্ষেও পঙ্কজ খেমজিকে একটি ক্রেষ্ট হস্তান্তর করা হয়। ভবিষ্যতে ক্রিকেট প্রেমীদের ওমানে এসে খেলা উপভোগ করতে ভিসা প্রসেসিং সহজিকরণে গুরুত্ব দেয়া হবে বলেও জানান পঙ্কজ খেমজি।
বিডি প্রতিদিন/হিমেল