কানাডা আওয়ামী লীগ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ১৯ এপ্রিল মঙ্গলবার। ৩০৩০ ডেনফোর্থ এভিনিউ অবস্থিত রেডহট তন্দুরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছিল বিপুল উপস্থিতি। ইফতার ও দোয়া এই দুই পর্বে সাজানো ছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত সকলের পরিচয় তুলে ধরেন যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন অন্টারিও আওয়ামী লীগের সদস্য আরিফ সরওয়ার্দী। পরে সকলেই মোনাজাতে অংশগ্রহণ করেন।
মোনাজাতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও উপস্থিত সকলের প্রয়াত স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সে জন্য নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশ ও জাতির সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর করুণাও প্রার্থনা করা হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে পানি ও জুস সমেত ইফতার বক্স, সকলের মাঝে বিতরণ করা হয়। পরিতৃপ্তির সহিত সকলে ইফতার গ্রহণ করার পর চা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরোন্টোর কনস্যুল জেনারেল মোঃ লুৎফর রহমান। উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃন্দ তোফাজ্জল আলী, জসিম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক নিরু চাকলাদার, সাংগঠনিক সম্পাদকবৃন্দ মোরশে আহমেদ মুক্তা, এমরুল ইসলাম, জুটন তরফদার, সুকোমল রায়, কামরুল ইসলাম, রিনা শিকদার, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ গোলাম সরওয়ার, আবু হেনা কোরায়েশী, ফায়জুল করিম, নওশের আলী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বশর, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, প্রচার সম্পাদক আক্রামুল ইসলাম, দপ্তর সম্পাদক খালেদ শামীম, সাংস্কৃতিক সম্পাদিকা ফারহানা শান্তা, উপদেষ্টা এডভোকেট আফিয়া বেগম, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা আক্তার জানু ও কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ মধ্যে ছিলেন আব্দুল কাদের মিলু, আব্দুস সালাম, জিয়াউল চৌধুরী, শরীফা কামাল মুসি, ফখরুল ইসলাম মিলন, সবুজ চৌধুরী টিটু, বাবুল মিয়া, হেলাল উদ্দিন, আমজাদ আলী, সাবু শাহ, বিয়ানী বাজার এসোসিয়েশন টরোন্টোর সভাপতি টুনু মিয়া। পরিশেষে উপস্থিত সকলকে কানাডা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন