প্রতিবারের ন্যায় এবারও মালয়েশিয়া বাংলাদেশী কমিউনিটি ও স্থানীয় মালয়েশিয়ানদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন এমইএফ গ্লোবাল সেমপার্ডান বারহাদ। শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেলে ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে মালয়েশিয়ার বিশিষ্টজনসহ বাংলাদেশী প্রবাসী কমিউনিটির প্রায় ৩ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
এমইএফ গ্লোবাল এর কর্ণধার ও বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি আলহাজ্ব মকবুল হেসেন মুকুল এর সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মালয়েশিয়ান ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, সমাজ সেবকসহ দেশটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বাংলাদেশি কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরাসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রবাসীরা প্রবাসীরা।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী এবং প্রবাসীরা।
এসময় মালয়েশিয়ার কুটনৈতিক এরিয়া আমপাং এ অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সুবিশাল লবি এক মিলন মেলায় পরিনত হয় ।
মালয়েশিয়ায় বাংলাদেশি গণমাধ্যম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সদ্য বিদায়ী কমিটির সভাপতিসহ সংগঠনের সাংবাদিক নেতাকর্মীবৃন্দ।
ইফতার সামনে রেখে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা সহ অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব মকবুল হেসেন মুকুলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
বিডি প্রতিদিন/এএ