সিডনীতে বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অস্ট্রেলিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার লাকাম্বায় একটি রেস্তোরায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি স্কাউট সংগঠক, স্কাউটার, রোভার স্কাউট, স্কাউট ও কাব স্কাউটরাসহ ঢাকা থেকে বাংলাদেশ স্কাউটসের প্রধান, জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
স্কাউটার আলাউদ্দিন আলোকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট বিষয়ক জাতীয় কমিশনার মো: ফসিউল্লাহ, ষ্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিষয়ক জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক জাতীয় উপ কমিশনার মীর মোহাম্মদ ফারুক প্রমূখ ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এছাড়া, মেলবোর্ণ থেকে বাংলাদেশ স্কাউটস এর প্রাক্তন জাতীয় উপ কমিশনার ড. নাফে শরীফ আস সাবের, মেলবোর্ন স্থানী সরকারের প্রাক্তন জন প্রতিনিধি ড. শাহাদৎ চৌধুরী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক, ইফতার ও দোয়া মাহফিল অয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া প্রিন্স, সদস্য সচিব দেলোয়ার হোসেন, খোরশেদ আলম এএলটি, সরদার মো: খালেদসহ অর্ধ শতাধিক মেলবোর্ণ, সিডনী, পার্থসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে প্রবাসী স্কাউট ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে আদনান সাকিব মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ড. মোজাম্মেল হক খান বলেন, বিদেশের মাটিতে অবস্থান করে স্কাউটিং সম্প্রসারণের যে উদ্যোগ আপনারা নিয়েছেন, হৃদয়ে স্কাউটিংকে ও বাংলাদেশকে ধারণ করছেন, এরই মধ্য দিয়ে আপনারা আসলে সুন্দর একটি পৃথিবী গড়ার মহতি পদক্ষেপ নিয়েছেন বলে আমি মনে করি। আমি আপনাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মো: ফসিউল্লাহ বলেন, আমাদের সকলেরই লক্ষ্য পরবর্তী প্রজন্মের নিরাপত্তা, তাদের সামাজিকী করণ ও শান্তি। আপনারা ভবিষ্যত প্রজন্মের জন্য যে পৃথিবীকে উন্নততর করে রেখে যাওয়ার উদ্যোগ নিয়েছেন তা নিশ্চই সফল হবে।
সংগঠনের সভাপতি স্কাউটার আলাউদ্দিন আলোক জানান, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, সিডনী, মেলবোর্ণ, এ্যাডিলেড, পার্থসহ বিভিন্ন শহরে বাংলাদেশের শতাধিক প্রাক্তন কাব, স্কাউট, রোভার স্কাউট, স্কাউট লিডার ও স্কাউট সংগঠক স্বপরিবারে বসবাস করেন। তাদের অনেকেই বাংলাদেশের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট ও প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং উডব্যাজার, লিডার ট্রেনার ও বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের সদস্য এবং প্রাক্তন জাতীয় উপকমিশনার রয়েছেন। তাদের নিয়ে বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অব অস্ট্রেলিয়া নামে একটি সংগঠন রয়েছে। ইতোপূর্বে সংগঠনের উদ্যোগে এসব স্কাউট পরিবারের সদস্যদের নিয়ে কয়েকবার পুনর্মিলনী, সভা এবং সাংগঠনিক ভ্রমণ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও জানান আলাউদ্দিন আলোক। ইফতার ও রাতের খাবারের পর অনুষ্ঠানটি শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন