পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি,সুস্থতা -দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে কেপং মেডান পুত্রা শাখা যুবদল মালয়েশিয়া।
মেডানপুত্রা শাখার সাধারণ সম্পাদক শরিফ আহমেদ রাজু ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় ও মেডান পুত্রা যুবদলের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, মালয়েশিয়া যুবদলের সহ- সভাপতি নাজমুল হাসান, সহ সভাপতি শেখ মোঃ সেলিম, সহ সভাপতি খালিদ হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, কুয়ালালামপুর মহানগর যুবদল সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম .
এসময় বক্তব্য রাখেন মেডান পুত্রা শাখার সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রধান প্রমুখ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন, কুয়ালালামপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইসামাঈল হোসেন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতিহা ইমন বাপ্পিসহ মেডান পুত্রা শাখা যুবদলের নেতা কর্মীরা ।
আলোচনা সভা শেষে ইফতারের আগ মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ প্রয়াত সকল নেতৃবৃন্দ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।