গত ২৪ এপ্রিল (রবিবার) সিডনিতে অস্ট্রেলিয়া প্রবাসী সকল বিশ্ববিদ্যালয়ের ৯৬-৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিডনির গ্লেন আলপাইন কমিউনিটি হলে বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
বিকেল ৪টায় আসরের নামাজ আদায়ের মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ছোটদের কোরআন তিলাওয়াত, জাকাত বিষয়ক আলোচনা এবং দোয়া ও মোনাজাত শেষে মাগরিবের আজান ও ইফতার অনুষ্ঠিত হয়। এরপর মাগরিবের নামাজের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব।
মাগরিবের নামাজের পর চা পর্বের পাশাপাশি চলে পরিচিত সভা। পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রাখা হয় বিভিন্ন ব্যবস্থা। গ্লেন আলপাইন কমিউনিটি সেন্টার কানায় কানায় ভরে উঠে তিন শতাধিক মানুষের মুখরিত পদচারণায়। এরপর রাতের খাবারের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন