সিডনিতে ক্লেমোর ইসলামিক সোসাইটি (CIS) উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করছে। আগামী ১৮ জুন (শনিবার) লেপিংটনস্থ ইস্ত্রা (ISTRA) সোস্যাল ক্লাবে এই পুনর্মিলনী সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
জাম্পিং কাসল, ফেস পেইন্টিং, পনি রাইড, কোরান পাঠ, নাশিদ এন্ড ইসলামিক কুইজ ও মেহেদী পরাসহ বিভিন্ন আয়োজন দিয়ে সাজানো হয়েছে ঈদ পুনর্মিলনীর এই আয়োজন। এছাড়াও থাকবে সকালের হালকা নাস্তাসহ বিভিন্ন পদের মুখরোচক মধ্যাহ্নভোজ।
আয়োজক কমিটি পরিবার এবং কমিউনিটির সাথে ঈদ পুনর্মিলনী উদযাপন করার জন্য সবাইকে বিনীত আহ্বান জানিয়েছেন। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে বাচ্চাদের ১০ ডলার, বড়দের ১৫ ডলার। টিকেট সংগ্রহ করা যাবে claymoreislamicsociety.org.au/ticket এই ঠিকানায়।
অস্ট্রেলিয়ার নেতৃস্থানীয় চ্যারিটি সংস্থা MATW প্রজেক্ট এই ঈদ পুনর্মিলনীর প্রাইম স্পন্সর করছে। এছাড়াও Empower Estate এবং A J E Mechanicals স্পন্সর করছে।
বিডি প্রতিদিন/হিমেল