আগামী ১৮ জুন (শনিবার) সিডনিস্থ ক্যাবরামাট্টা কমিউনিটি সেন্টারে এসএসসি ৯০ ও এইচএসসি ৯২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ায় বসবাসরত এসএসসি ৯০ ও এইচএসসি-৯২’ ব্যাচের শিক্ষার্থীরা এই পুনর্মিলনীর আয়োজন করেছে।
আয়োজক কমিটি জানায়, এই পুনর্মিলনীতে প্রবাসে বসবাসরত বন্ধু-বান্ধবীদের মধ্যে আনন্দঘন পরিবেশে আড্ডার সাথে সাংস্কৃতিক পরিবেশনা ও মুখরোচক খাবারের ব্যবস্থা থাকবে। পুনর্মিলনী বেলা ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
আয়োজকদের মধ্যে অন্যতম ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাহবুব রহমান, রাজশাহী ক্যাডেট কলেজের রাসেল ইসলাম ও গাজী হাবিব এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মেহবুব রানা হিল্লোল। এছাড়াও রয়েছেন রাহিল হারুন ও হোসনে তালুকদার আইরিন প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম