টরন্টোয় বসবাসরত মৌলবীবাজার জেলা বাসিন্দাদের সংগঠন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো'র সভাপতি নির্বাচিত হয়েছেন লায়েকুল হক চৌধুরী। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন মোর্শেদ আহমদ মুক্তা। গত রবিবার ডেনফোর্থে ওল্ড এজ সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি দেওয়ান গফরান চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেনের উপস্থাপনায় প্রধান উপদেষ্টা রেজাউর রহমান এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপদেষ্টা যথাক্রম আ. ওয়াহিদ, আ. রব, মঈন ঊদ্দিন, মিলন আহমদ, সুশীতল চৌধুরী, শক্তি দেব। সহ কার্যকরী কমিটি সদস্য যথাক্রমে রজত পাল, সৈয়দ আ. হামিদ শিপলু, মুহিবুর রহমান খান, জুটন তরফদার, রুহুল কুদ্দুস চৌধুরী, মানিক আহমদ, আমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সৈয়দ আব্দুল গাফ্ফার এসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব হোসেন ও শংকর দে ( শান দে), সহ সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল