বেলজিয়ামে প্রবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে।
দেশটির লিয়াজ শহরের প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শত ব্যস্ততার মাঝেও জাঁকজমকপূর্ণ বারবিকিউ অনুষ্ঠানে দলমত-নির্বিশেষে নানা শ্রেণী-পেশার প্রবাসী, সামাজিক-সাংস্কৃতিক ওরাজনৈতিক নেতারাসহ, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, সংগঠনের সিনিয়র সদস্য সাইদুর রহমান লিটন, তপন রায়।
সভাপতি তার বক্তব্যে, দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদেরকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করানোর লক্ষেই এ আয়োজন বলে জানান। তা না হলে দেশটিতে বাংলাদেশি সংস্কৃতির স্বকীয়তা ধীরে ধীরে হারিয়ে যাবে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, হাবিবুল হাসান সোহাগ, শরিফুল ইসলাম মঞ্জু, চয়ন রায়, আসাদুর রহমান টিটু, আক্কাস, জসিম মাহফুজ সিকদার ,নয়ন রায়,নাছির উদ্দীন, আশরাফ কিটু, মামুন, মান্নান মিয়া, খোকন শীল, ওহেদ, রুবেল ও রিপন।
বারবিকিউ পার্টি, বাচ্চাদের বিস্কুট খেলা,মহিলাদের বালিশ খেলা পুরুষদের হাড়িভাঙা খেলাসহ আকর্ষণীয় র্যাফেল ড্র ছিল অনুষ্ঠান মালায়। এতে প্রথম পুরস্কার হিসেবে ছিল, ব্রাসেলস-টু-ঢাকা, ঢাকা-টু-ব্রাসেলস এয়ার টিকিট।
বিডি প্রতিদিন/নাজমুল