প্রতি বছরের ন্যায় এ বছরও বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া বিগেস্ট মর্নিং টি অনুষ্ঠানের আয়োজন করে।
এই আয়োজন থেকে অর্জিত সমুদয় অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার তহবিলে দান করা হয়। সিডনির ক্যাসুলা সাবার্বের কমিউনিটি সেন্টারে সকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতের ঐতিহ্যবাহী সকল খাবার এবং বিভিন্ন রকমের ফুলের চারা বিক্রি করা হয়। এই সমস্ত আয়োজনে বুয়েটিয়ানদের পাশাপাশি তাদের পরবর্তী প্রজন্মও সমানভাবে অংশ নিয়েছে। পাশাপাশি চলে শিশু কিশোরদের চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক পরিবেশনা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিফাত ফারহানা।
ক্যান্সার কাউন্সিলের পক্ষে থেকে বক্তব্য রাখেন, এনা কার্নিয়াতো। অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন ডাক্তার রিটন দাস।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বাংলাদেশি কাউন্সিলর মুহাম্মদ ইব্রাহীম খলিল। বুয়েট অ্যালামনাই এসোসিয়েসন অস্ট্রেলিয়ার সভাপতি সানিয়া শারমিন এবং সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/নাজমুল