সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ডেমোক্রেটিক রাইটস (এসডিআর) এর উদ্যোগে পূর্ব লন্ডনে একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সময় গতকাল বুধবার এটি অনুষ্ঠিত হয়।
এসডিআর সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ব্যারিস্টার আলিমুল হক লিটনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রফেসর ড. আব্দুল কাদের সালেহ, সিনিয়র সাংবাদিক ওলি উল্লাহ নোমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক আইনজীবী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা এডভোকেট মো. আমির হোসেন সরকার মানিক।
এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক শামছুল আলম লিটন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার আবুল হাসানাত, ব্যারিস্টার সায়েম খন্দকার, ব্যারিস্টার হাসান সোহেল, মানবাধিকার সংগঠক শরিফুজ্জামান তফন ও ব্যারিস্টার শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক