আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে মাফিয়া মাগুতে একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহজালাল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ ছাদেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন