সিডনির ক্যাম্বেলটাউনে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া আনন্দ মেলার আয়োজন করেছে। শনিবার অস্ট্রেলিয়াতে বসবাসরত আইইউবি’র অ্যালামনাইরা ছাড়াও অনুষ্ঠানে ক্যাম্বেলটাউনের কাউন্সিলের কাউন্সিল ইব্রাহিম খলিল, মাসুদ চৌধুরী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সদস্য নাইম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
এআইএ অস্ট্রেলিয়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের চ্যারিটি সিলভার কয়েন প্রজেক্টের সাথে কাজ করে যাওয়ার জন্য সমঝোতা স্বাক্ষর করে। অনুষ্ঠানে সিলভার কয়েন-এর প্রতিষ্ঠাতা ডারকো রিস্টিক ও জোন রিস্টিক উপস্থিত ছিলেন।
এআইএ অস্ট্রেলিয়ার সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে শীতের পিঠা, হালুয়া, বিস্কুট, শাড়ি ও অন্যান্য পণ্যের রকমারি স্টলও ছিল। এআইএ অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদের সদস্যরা ছাড়াও এই আনন্দ মেলায় উল্লেখযোগ্য সংখ্যক আইইউবি অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই