৪ অক্টোবর, ২০২২ ১৫:০১

ইতালিতে বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ইতালি প্রতিনিধিঃ

ইতালিতে বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি সম্বলিত স্মারকলিপি ইতালির প্রধানমন্ত্রীর বরাবর দিয়েছে ইতালি বিএনপি শাখা।

রোমে বিএনপি ইতালি শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি স্বারকলিপি প্রদান করে। প্রধানমন্ত্রীর কার্যালয় পালাচ্ছ কিজির কর্মকর্তাদের হাতে এই স্মারকলিপি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ, ইতালি বিএনপি'র সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনসহ আরও অনেকে।

এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাতের ভোটে নির্বাচিত সরকার আবারো নানা কৌশলে ক্ষমতায় আসার অপর চেষ্টা চালাচ্ছে। এবার ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপির এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে তারা। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালি বিএনপির বিভিন্ন সারির নেতারা বক্তব্য রাখেন। বিক্ষোভ চলাকালে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

শেষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী মারিও দ্রাঘীয কার্যালয়ে স্বারকলিপি প্রদান করতে যান। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর