৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে মেক্সিকো হয়ে দুর্গম পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। গত ৭০ বছরের মধ্যে এত বেশি অবৈধ অভিবাসীর প্রাণ যায়নি যুক্তরাষ্ট্র প্রবেশকালে। কাস্টমস এ্যান্ড বোর্ডার প্রটেকশন (সিবিপি) দফতরের তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছর তথা ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ২০ দিনে মারা গেছে ২৫ জন।
সিবিপির তথ্য অনুযায়ী, গত মাসে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় সীমান্তরক্ষীরা ফিরিয়ে দিয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৪৭ জন বিদেশিকে। এর সিংহভাগই ভেনিজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ার বাসিন্দা। খুবই কমসংখ্যক ছিলো ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল এবং পাকিস্তানের।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসে কোনো বছরের সেপ্টেম্বরেই এতবেশি বিদেশি অনুপ্রবেশের চেষ্টা করেনি। গত বছরের সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল এক লাখ ৯২ হাজার জন। তারও আগের বছরের সেপ্টেম্বরে তা ছিল মাত্র ৫৭ হাজার ৬৭৪ জন। ট্রাম্প শাসনামলের শেষ বছর ২০১৯ সালে ছিল ৫২ হাজার ৫৪৬। গত মাসের সংখ্যা তার আগের মাস অর্থাৎ আগস্টের চেয়েও ২৪ হাজার জন বেশি ছিল (২০৩৫৯৮)।
সিপিবির তথ্য অনুযায়ী, গত পৌনে ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে চলতি অর্থ বছর, ৫৯৯০০০। সীমান্তরক্ষীরা সবচেয়ে বেশি বিদেশিকে ফিরিয়ে দিয়েছে চলতি অর্থবছরই। আর সীমান্ত অতিক্রমের পর এসাইলাম চেয়েছে ২৩ লাখ ৭৮ হাজার ৯৪৪। ভেনেজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি অর্থনৈতিক সংকট চরমে উঠায় প্রতিদিন হাজার হাজার মানুষ বসতভিটা ছেড়ে যুক্তরাষ্ট্রে আসছে। এমন নাজুক পরিস্থিতি সামাল দিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি চালু করেছেন। অর্থাৎ ভেনেজুয়েলার লোকজনের মধ্যে যারা এসাইলাম চাচ্ছে তাদেরকে মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখান থেকেই তারা এসাইলামের ইন্টারভিউ/শুনানিতে অংশ নেবেন। মঞ্জুর হলে তারা সসম্মানে গ্রিনকার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে। এ পদক্ষেপ গ্রহণ করায় গত এক সপ্তাহে বেআইনি পথে প্রবেশের পর গ্রেফতার হওয়াদের সংখ্যা ক্রমে কমতে শুরু করেছে বলে সিবিপি কমিশনার ক্রিস ম্যাগনাস ২২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছেন।
সিবিপি আরও উল্লেখ করেছে, গত মাসে সীমান্ত অতিক্রমের সময় গ্রেফতারকৃতদের মধ্যে সন্দেহভাজন ২০ সন্ত্রাসীকেও পাওয়া গেছে। সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এ ধরনের সন্ত্রাসী গ্রেফতারের সংখ্যা ৯৮।
বিডি প্রতিদিন/ফারজানা