কিশলয় কচিকাঁচা সিডনির একটি স্বনামধন্য শিশু-শিলপীদের সাংস্কৃতিক সংগঠন। শনিবার সংগঠনটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ক্যাম্বেলটাউন সিভিক সেন্টারে। শুধুমাত্র শিশু-কিশোর দ্বারা পরিবেশিত চার ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানটি শ্রোতা দর্শকদের মোহাবিষ্ট করে রাখে।
সুবীর গুহ'র পরিচালনায় পাঁচ শিশুর যৌথ তবলা লহরা দিয়ে শুরুর পর মরহুম সঙ্গীত গুরু আজাদ রহমানের বাংলাখেয়াল, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, দেশের গান, ছড়া, পল্লীগীতি, আধুনিক গান, সেই সাথে নৃত্যের ছন্দ। শাহীন আখতার স্বর্ণার রচনা ও নির্দেশনায় 'গল্পের রাজ্য' শিশুতোষ নাটকটির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সকল প্লাটিনাম স্পন্সরদের ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে দেয় শিশুরা। ক্যাম্বেল্টাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ অনুষ্ঠানে শিশুদেরকে সার্টিফিকেট এবং ট্রফি প্রদান করে।
উপস্থিত ছিলেন কাম্বেরলান্ড সিটি কাউন্সিলর সাবরিন ফারুকী এবং সিডনির অনেক গুণী ব্যক্তিবর্গ। কিশলয় কচিকাঁচার বটবৃক্ষ আনিস-রোকসানার নিরলস পরিশ্রমের ফসল এ সার্থক সুকুমার অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছে তবলায় আনান, গিটারে আদ্রিতা, কিবোর্ডে আনন্দ, মন্দিরা রাহা এবং তবলায় তাদেরকে সহযোগিতা করেছে সুবীর গুহ। শব্দ নিয়ন্ত্রণে ছিল তায়েফ এবং নাদিম।
বিডি প্রতিদিন/হিমেল