সিঙ্গাপুর পাবনা জেলা সোসাইটির উদ্যোগে দেশটিতে কর্মরত পাবনা জেলার প্রবাসীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সিঙ্গাপুরের ইষ্ট কোস্ট ফার্কে আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর পাবনা জেলার সোসাইটির উপদেষ্টামন্ডলী, আহ্বায়ক এবং সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর পাবনা জেলা সোসাইটির প্রধান উপদেষ্টা মো. মোস্তাক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মো. আশিকুর রহমান টিটু। পাবনা জেলার সোসাইটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের সভাপত্বিতে এবং যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ডাবলু সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন খেলাধুলা এবং গানবাজনায় মুখরিত করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন পাবনা জেলা সোসাইটির প্রবাসী বাংলাদেশেরা।
অনুষ্ঠানের আলোচকরা বলেন, প্রবাসী বন্ধুদের নিয়ে সিঙ্গাপুর সোসাইটি পাবনা জেলা, আগামী দিনে দেশ ও জাতির কল্যাণমূলক কাজে এগিয়ে আসবে এবং বাংলাদেশের সামাজিক সকল প্রকার কাজের সঙ্গে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক, মো. আবুসাহদাত ইবনে আমিন যুগ্ম আহ্বায়ক, মো. মানিক সোসেন যুগ্ম আহ্বায়ক, মো. আরিফুল ইসলাম আরিফ যুগ্ম আহ্বায়ক, মো. জুয়েল রানা, মো. সামিম মোল্লা, মো. মাহতাবউদ্দিন, মো. হেলাল হোসেন, লিটন হোসেন, মো. আলী, মো. সাব্বির হোসেন, মো. জুয়েল রানা এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মো. রুবেল ইসলাম, রাকিবুল ইসলাম , সোহেল রানা, মো. রফিকুল ইসলাম, সরিফুল ইসলাম, হেলাল হোসেন, মানিক, সুলতান হোসেন, সাইদুল ইসলাম, নজরুল ইসলামসহ অন্যান সকল সদস্যরা। দুপুরের খাবার এবং অন্যান আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠান উপভোগ করেন সকলেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ