মালয়েশিয়া মালাক্কা রাজ্যের গভর্নরের দেয়া সম্মানসূচক 'দাতো শ্রী' উপাধি পাওয়ায় মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিমকে সংবর্ধনা দিয়েছে, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ।
গত রবিবার রাজধানী কুয়ালালামপুরের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বিএম রাসেল। দলটির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক সিকদার শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সভাপতি দাতু আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির, মনির বিন আমজাদ, যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মুনসুর আল বাসার সোহেল, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েলসহ অনেকে। পরে ফুল ও ক্রেস্ট দিয়ে জালাল উদ্দিন সেলিমকে সম্মাননা জানান মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, জালাল উদ্দিন সেলিমের এ সম্মাননা পুরো বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। তার এ সম্মাননায় মালয়েশিয়া আওয়ামী লীগ দারুন উচ্ছ্বসিত বলে মন্তব্য করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ