নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক সাহিত্য আসর। আসরে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। পুরো আসরটি পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কবি মুহম্মদ নূরুল হুদার কবিতাটি পারভীন সুলতানার আবৃত্তির মধ্য দিয়ে আসরের সূচনা হয়। আলোচনায় অংশ নিয়ে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এই আসরে আমার গুরু কবি শহীদ কাদরীকে আমি দেখতে পাচ্ছি। তিনি এসেছিলেন বলেই বদলে গেছে এই শহরটি। তার তিরোধানের পর তাকে আবার ধারণ করেছে বাংলার মাটি মা। আমি তখনই বুঝতে পেরেছি, যে যতদূরেই যাকুক, তিনি বাংলার মাটিতেই থাকেন, বাংলার আকাশেই থাকেন, অথবা বাংলা বিস্তারে থাকেন৷ কবিতার পাদ্রী কবি শহীদ কাদরীর অন্তর থেকে উঠে আসা সৃষ্টিশীলতার এক প্রবাহ, যে প্রবাহ তিনি রেখেছিলেন বাংলাদেশে, সে প্রবাহের অনুরূপ একটি প্রবাহ তিনি সৃষ্টি করতে পেরেছেন এই শহরে এবং সাহিত্য একাডেমিতে এর চর্চা আমি দেখতে পাচ্ছি। বোধ থেকে যে কথাগুলো উৎসারিত হয় সেটি অবশ্যই কবিতা হয়ে যায়, সে ছন্দকে আমরা বলি বোধের ছন্দ, সেটা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ছন্দ না। আপনি যদি প্রকৃত কবি হতে চান তাহলে কবিতার ব্যাকরণ শেখা ছাড়া অন্য কোনো পথ নেই।
বক্তব্য দেন সংগীতজ্ঞ মুত্তালিব, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, লেখক আমিনুল ইসলাম, বিদ্যাপ্রকাশের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা ও লেখক মজিবর রহমান খোকা, কবি তমিজ উদ্দীন লোদী, কবি কাজী আতীক বলেন, একুশে পদকপ্রাপ্ত কবি নাজমুন নেসা প্রমুখ।
আসরে আবৃত্তি করেন আবীর আলমগীর, তাহরীনা পারভীন প্রীতি, শারমীন রেজা ইভা ও এম.এ সাদেক। স্বরচিত পাঠে ছিলেন শামস আল মমীন, এবিএম সালেহ উদ্দিন, মনিজা রহমান, কাউসারী রোজী, মিনহাজ আহমদ, স্বপন বিশ্বাস, তাহমিনা খান, বেনজির শিকদার, লুৎফা শাহানা, সুরীত বড়ুয়া, রিমি রুম্মান, এলি বড়ুয়া, নাহিদা আশরাফি, জেবুন্নেসা জ্যোৎস্না, মাসুম আহমদ, আহমেদ ছহুল, শহীদ উদ্দীন, এসএম মোজাম্মেল হক, সবিতা দাস, আব্দুল আজিজ, মাসুমা রহমান, শান্তি আহমেদ, পলি শাহীনা প্রমুখ।
আসরে ছিলেন মনজুর আহমেদ, আবেদীন কাদের, প্রহ্লাদ রায়, সাইদা হুদা, আহমদ মাজহার, জাকারিয়া মাসুদ জিকো, আখতার আহমেদ রাশা, শিরীন বকুল, মনিকা রায় চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন, নাসির শিকদার, শ্যামলী আহমেদ, লিপি রায়হান, তাহমিনা শহীদ, ভায়লা সালিনা, সুলতানা খানম, শেলী জামান খান, স্বপন কুমার, সাহা পলাশ, মাহফুজুর রহমান, ইমাম চৌধুরী, রওশন হক, মুনমুন সাহা, তুহিন সেলিনা আক্তার, এইচএম আজাদ, মিয়া এম আসকির, আব্দুল কাইয়ুম, সুমা রোজারিও, ফিরোজ শরীফ, শাহ আলম, সেলিম আফসারী, জাহিদ শরীফ প্রমুখ।
সাহিত্য একাডেমির আসরে উপস্থিত প্রায় সকলকে নিয়ে অন্বয় প্রকাশের কর্ণধার ও লেখক হুমায়ূন কবির ঢালী ‘অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৩’ ক্রেস্ট তুলে দেন পুরস্কারপ্রাপ্ত লেখক- অভিনেত্রী রেখা আহমেদের হাতে। উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন মোশাররফ হোসেন।
বিডিপ্রতিদিন/কবিরুল