পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।
রবিবার (১০ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলায় বগুড়া রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট সিক্সারস।
আলো স্বল্পতার কারণে ফাইনাল খেলা ২০ ওভার থেকে কমিয়ে ১২ ওভারে অনুষ্ঠিত হয়। টস জিতে বগুড়া রাইডার্স প্রথমে ব্যাটিং করে ১২ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে রাতুলের ৫৪ রানের ঝড়ো ইনিংসে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় সিলেট সিক্সার্স। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সুমন আহমেদ, সেরা বোলার হন সেলিম ও ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রাতুল।
পর্তুগাল বিএনপির আয়োজনে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ৬ দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদের শরফু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রাস্টের সদস্য ফারুক হোসেন, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পর্তুগাল বিএনপি নেতা কাজল আহমেদ, সাইফুল হক, মহিন উদ্দিন, শামছু জামান, মিজানুর রহমান, শাহ জামাল, হাকিম মিনহাজ, এমকে নাছির, আবদুল ওয়াহিদ পারভেজ, সাহিদুল ইসলাম, তারেক আহমেদ লিটন, জাকির হোসেন, তোফায়েল আহমেদ, ঝিলমান চৌধুরী, সুজন মিয়া, ইমদাদ স্বপন, জাকের, মইনুল ইসলাম, জুবেল আহমেদ, জাহেদ আহমেদ, জামিল মিয়া, সুমন মিয়া, সানিসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা