Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৭ জুলাই, ২০১৬ ২৩:২৯

পাঠকের লেখা

সবচেয়ে পছন্দের স্থান

সবচেয়ে পছন্দের স্থান

বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থানে ঘুরতে বা বেড়াতে পছন্দ করেন। তবে কিছুক্ষেত্রে এসব স্থান অন্যরকমও হতে পারে। কার কাছে কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দ সেটা দেখে নিন—

 

প্রেমিক-প্রেমিকার কাছে : এদের কাছে সবচেয়ে পছন্দের স্থান হচ্ছে পার্ক। কারণ এখানে তারা বেশিরভাগ সময় প্রেম করতে বা ঘুরতে আসে।

 

ছিনতাইকারীর কাছে : ছিনতাইকারীর কাছে সবচেয়ে পছন্দের স্থান হলো—  কোনো চিপা গলি বা অন্ধকার রাস্তা।

 

ফেরিওয়ালার কাছে : তাদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো ফুটপাত। এখানে তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে।

 

পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কাছে : পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের কাছে প্রিয় স্থান হলো টয়লেট। কারণ এ টয়লেটের বিভিন্ন গোপনীয় স্থানে পরীক্ষার প্রশ্নের উত্তর লুকানো থাকে। এসব যদিও সবসময় থাকে না। তবু সেখানেই ছুটে যাওয়া।

সুবিধাবাদী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে : এদের কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো ফ্রি ওয়াই-ফাইযুক্ত এলাকা। এখানে তারা ফ্রিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারে।

প্রেম করতে ইচ্ছুক ছেলের কাছে : এদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো— মেয়েদের স্কুল ও কলেজের  গেটের সামনের চায়ের দোকান।

 

বাথরুম শিল্পীর কাছে : এদের কাছে সবচেয়ে পছন্দের স্থান হলো বাথরুম বা  গোসলখানা। কারণ এখানে তারা নিশ্চিন্তে গলা ছেড়ে গান করতে পারে। এক্ষেত্রে অনেকে বাথরুমকে সংগীত মঞ্চ মনে করে।

— সুদিপ্ত কুমার নাগ

১৩/১, পুলিশ লাইন পূর্ব গোলি, খুলনা-৯১০০।


আপনার মন্তব্য