নিজেকে মফিজ বেশ বুদ্ধিসম্পন্ন বলেই জানে। তবে তার স্ত্রীর কাছে সব বুদ্ধি কেন জানি ফেল মারে। লেখালেখির ব্যাপারে বিষয়টা বেশ গোলমেলে। মফিজ কখনো ভাবে বইমেলার আগে অথবা পিছে বই বের করবে। আবার কখনো ভাবে, বইমেলায় বই বের করবে। তার বই বের হবে হবে করেও বের হচ্ছে না। কেন হচ্ছে না, তা জানতে হলে তার লেখক বৃত্তান্ত জানা জরুরি। মফিজের পান্ডুলিপি প্রস্তুত থাকলে বই প্রকাশের টাকা থাকে না। টাকা থাকলে পান্ডুলিপি প্রস্তুতের সময় থাকে না। পান্ডুপি ও যথেষ্ট টাকা থাকলেও সে প্রকাশকের ধারে কাছে যায় না। তার কাছে প্রকাশক এলে এতদিন ডজন ডজন বই বের হয়ে যেত। সে একরোখা লেখক। এসব ভাবতে ভাবতে সময় পেড়িয়ে যায়। তার চুলে পাক ধরেছে। সে অবশ্য পাকা চুল নিয়ে টেনশন করে না। তার টেনশন বইয়ের নাম নিয়ে। সে একেকবার একেক নামে বই বের করতে ইচ্ছুক। এটিই তার বইমেলার চূড়ান্ত পরিকল্পনা। সে ফেসবুকের তুমুল জনপ্রিয় লেখক। ফেসবুকে নিয়মিত লেখে। পাঠকরা অগণিত লাইক-কমেন্ট করে। এসব বিবেচনায় এনে সে বইমেলা উপলক্ষে বই বের করতে চায়। কিন্তু সে কোন নামে বই বের করবে? সে অনেক ভেবেও বইমেলায় একটি বই বের করতে পারল না। নিজে সম্মতি দিলেও তার স্ত্রী সম্মতি দেয় না। তা বইয়ের জমানো টাকাগুলো তার স্ত্রী সরিয়ে ফেলেছে। স্ত্রীর নির্দেশ তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। সেই জমানো টাকায় সে স্ত্রীকে নিয়ে ঘন ঘন শপিং করতে যায়। একদিন তার স্ত্রী তাকে বলল, তুমি ফেসবুকের লেখক। ফেসবুকেই তোমার লেখার সীমাবদ্ধ থাকা উচিত। ফেসবুকে স্ট্যাটাস দাও। ‘অনিবার্য কারণে এবার আমার বই বের হচ্ছে না। আপনারা হতাশ হবেন না। সর্বদা পাশে থাকুন। আগামীতে বই বের হবে।’ তাতে ফেসবুকে তোমার লেখকের খ্যাতি ক্ষুণ্ণ হবে না। তোমাকে বই বের করে খামাকা টাকা খরচ করতে হবে না। ওই টাকা দিয়ে আমাকে দামি দামি শাড়ি উপহার দেবে। এতে আমাদের সম্পর্কের আরও উন্নতি হবে। আমার কথা অমান্য করলে সংসারে অশান্তি সৃষ্টি হবে। তাই বই বের করে বিপাকে পড় না। ঝামেলা কর না। স্ত্রীর কথার যুক্তি আছে। সে যুক্তির কাছে পরাস্ত হলো। বই আর বের হলো না।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
বই লেখা ও না লেখা
শফিক শাহরিয়ার
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর