নিজেকে মফিজ বেশ বুদ্ধিসম্পন্ন বলেই জানে। তবে তার স্ত্রীর কাছে সব বুদ্ধি কেন জানি ফেল মারে। লেখালেখির ব্যাপারে বিষয়টা বেশ গোলমেলে। মফিজ কখনো ভাবে বইমেলার আগে অথবা পিছে বই বের করবে। আবার কখনো ভাবে, বইমেলায় বই বের করবে। তার বই বের হবে হবে করেও বের হচ্ছে না। কেন হচ্ছে না, তা জানতে হলে তার লেখক বৃত্তান্ত জানা জরুরি। মফিজের পান্ডুলিপি প্রস্তুত থাকলে বই প্রকাশের টাকা থাকে না। টাকা থাকলে পান্ডুলিপি প্রস্তুতের সময় থাকে না। পান্ডুপি ও যথেষ্ট টাকা থাকলেও সে প্রকাশকের ধারে কাছে যায় না। তার কাছে প্রকাশক এলে এতদিন ডজন ডজন বই বের হয়ে যেত। সে একরোখা লেখক। এসব ভাবতে ভাবতে সময় পেড়িয়ে যায়। তার চুলে পাক ধরেছে। সে অবশ্য পাকা চুল নিয়ে টেনশন করে না। তার টেনশন বইয়ের নাম নিয়ে। সে একেকবার একেক নামে বই বের করতে ইচ্ছুক। এটিই তার বইমেলার চূড়ান্ত পরিকল্পনা। সে ফেসবুকের তুমুল জনপ্রিয় লেখক। ফেসবুকে নিয়মিত লেখে। পাঠকরা অগণিত লাইক-কমেন্ট করে। এসব বিবেচনায় এনে সে বইমেলা উপলক্ষে বই বের করতে চায়। কিন্তু সে কোন নামে বই বের করবে? সে অনেক ভেবেও বইমেলায় একটি বই বের করতে পারল না। নিজে সম্মতি দিলেও তার স্ত্রী সম্মতি দেয় না। তা বইয়ের জমানো টাকাগুলো তার স্ত্রী সরিয়ে ফেলেছে। স্ত্রীর নির্দেশ তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। সেই জমানো টাকায় সে স্ত্রীকে নিয়ে ঘন ঘন শপিং করতে যায়। একদিন তার স্ত্রী তাকে বলল, তুমি ফেসবুকের লেখক। ফেসবুকেই তোমার লেখার সীমাবদ্ধ থাকা উচিত। ফেসবুকে স্ট্যাটাস দাও। ‘অনিবার্য কারণে এবার আমার বই বের হচ্ছে না। আপনারা হতাশ হবেন না। সর্বদা পাশে থাকুন। আগামীতে বই বের হবে।’ তাতে ফেসবুকে তোমার লেখকের খ্যাতি ক্ষুণ্ণ হবে না। তোমাকে বই বের করে খামাকা টাকা খরচ করতে হবে না। ওই টাকা দিয়ে আমাকে দামি দামি শাড়ি উপহার দেবে। এতে আমাদের সম্পর্কের আরও উন্নতি হবে। আমার কথা অমান্য করলে সংসারে অশান্তি সৃষ্টি হবে। তাই বই বের করে বিপাকে পড় না। ঝামেলা কর না। স্ত্রীর কথার যুক্তি আছে। সে যুক্তির কাছে পরাস্ত হলো। বই আর বের হলো না।
শিরোনাম
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
- ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
- ব্যয় সংকোচনে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে নেসলে
বই লেখা ও না লেখা
শফিক শাহরিয়ার
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর