সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

ট্রাফিক জ্যাম

ট্রাফিক জ্যাম

যানজটে বসে থাকতে থাকতে অনেকেই বিরক্ত। এই বিরক্তির মাঝে আপনাদের সান্ত্বনা দিই। যারা যানজটে বসে আছেন তাদের জন্য এ লেখাটি আরামদায়ক। ঘটনাটি ২০১০ সালের আগস্ট মাসের। চীনের বেইজিং-তিব্বত এক্সপ্রেসওয়ে। বিশাল রাস্তা। হাজার হাজার গাড়ি চলে এ রাস্তায়। রাস্তায় কাজ চলছে। আর তাতেই বেঁধে যায় যানজট। যানজট ছিল দৈর্ঘ্যে মাত্র ৬২ কিলোমিটার। এ ধরনের যানজট ‘কোনো ব্যাপার না’, ভেবে অনেকেই বসে রইলেন। বসেই রইলেন। গাড়ি নড়ে না। এদিকে রাস্তায় সবাই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। বিক্রি হতে শুরু করেছে পানি, ইন্সট্যান্ট নুডলস। যাত্রী, ড্রাইভার সবাই মিলেমিশে খাওয়া-দাওয়া শুরু করলেন। এদিকে জ্যাম ছাড়ে না। যানজটে আপনার মতো অনেকেই বিরক্ত। তারা সে জ্যাম ছাড়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। পরে ১২ দিনের মাথায় সেই জ্যাম ছাড়ল। সে হিসাবে আপনি বেশ সুখেই আছেন, ঠিক না?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর