-► নতুন অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ পরিচালক। বললেন, সত্যি যন্ত্রণার যে অভিব্যক্তি তুমি প্রকাশ করেছ, ঝানু অভিনেত্রীও তা পারবে না। তোমাকে ধন্যবাদ।
অভিনেত্রী : ধন্যবাদ আমাকে নয়, এই পেরেকটাকে দিন। এটা পায়ে বিঁধেছিল বলেই না...
-► জুয়েল : আমি এই চিঠিটা পোস্ট করতে চাই।
কর্মকর্তা : হুম। প্রাপকের ঠিকানা কী লিখব?
জুয়েল : জাতীয় জাদুঘর।
কর্মকর্তা : কিছু মনে করবেন না, আপনি জাদুঘরে চিঠি পাঠাচ্ছেন কেন?
জুয়েল : কারণ, আমি শুনেছি আপনারা চিঠি পৌঁছাতে অনেক দেরি করেন। যত দিনে চিঠিটা পৌঁছবে, তত দিনে চিঠির নিশ্চয়ই একটা প্রত্নতাত্ত্বিক মূল্য তৈরি হবে।
-► মশার বাচ্চা প্রথমবারের মতো উড়তে বের হয়েছে। সারা রাত উড়ে সকালের দিকে বাসায় আসার পর মশার বাবা জিজ্ঞেস করল, ‘তো বাবা, উড়ে কেমন মজা পেলে?’
মশার বাচ্চাটি উত্তর দিল, ‘উড়ে অনেক মজা বাবা। কী বলব আর সে কথা। যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবাই কত হাততালি দিল!’
-► ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব।
বাবা : কীভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অঙ্কের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে!
-► স্ত্রী : তোমাকে বিয়ে করার সময় আমি যে আস্ত বোকা ছিলাম, এটা জানো?
স্বামী : হ্যাঁ, জানি। কিন্তু তোমাকে এত বেশি ভালোবাসতাম যে, তখন আর বলতে ইচ্ছে করেনি।
-► বাসা ছেড়ে দেওয়ার সময় বাড়িওয়ালা বলছেন ভাড়াটেকে, ‘যাওয়ার আগে আমার বাসা ঠিক আগের মতো করে দিয়ে যাবেন।’
ভাড়াটে : অবশ্যই। কিন্তু ২০০ তেলাপোকা, ৫০টি ইঁদুর আর হাজার খানেক উইপোকা আমি এখন কোথায় পাব, বলুন তো?
সংগ্রহ : তামান্না তাসনীম, সালথা, ফরিদপুর