স্ত্রী : বিয়ের আগে কি তোমার কোনো বান্ধবী ছিল?
স্বামী : না, তুমিই প্রথম।
স্ত্রী : কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে কথা বলছিলে ওই মেয়েটি তাহলে কে?
স্বামী : ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিয়ের পর।
♦
কর্মচারী : স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস : কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী : স্যার আমার বিয়ে।
বস : এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করনি কেন?
কর্মচারী : মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?
সংগ্রহ : খন্দকার ফাহিম, রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২০১৫ এসএসসি ব্যাচ রসুলপুর, গফরগাঁও, ময়মনসিংহ।