► জান, আমার স্ত্রী কাল রাতে স্বপ্ন দেখেছেন এক কোটিপতির সঙ্গে তার বিয়ে হয়েছে।
: রাতে স্বপ্ন দেখেছেন, হা-হা-হা।
: হাসছ কেন?
: আমার স্ত্রী দিনের বেলায়ও সেই স্বপ্ন দেখেন, বন্ধু।
► ঘরে ঢুকতে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর গায়ে ধাক্কা লাগল-
স্ত্রী : উফ অন্ধ নাকি তুমি, দেখতে পাও না?
স্বামী : অন্ধ না হলে কি আর তোমাকে বিয়ে করি।
► মন খারাপ কেন তোমার?
: এক শ ডলার ভাঙাতে চাই।
: ভাঙাও! কঠিন কোনো ব্যাপার তো নয়।
: কিন্তু আমার কাছে এক শ ডলার যে নেই!
► দুই ফরাসির সংলাপ।
: হজমশক্তি বাড়াতে আমি বিয়ার খাই। লো প্রেসার হলে খাই রেড ওয়াইন। কনিয়াক খাই ফ্লু হলে। আর অ্যানজাইনা হলে লিকার।
: তুমি তাহলে পানি খাও কখন?
: তেমন অসুখ আমার জানা নেই।
► এক ভদ্রলোককে তাঁর এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, দাম্পত্য জীবনে তুমি কি সুখী?
এ কথা শুনেই ওই ভদ্রলোক নিজেকে সুখী দম্পতি হিসেবে দাবি করে বলেছিলেন, ‘আমরা সপ্তাহে দুই দিন নিয়ম করেই রেস্তোরাঁয় যাই। সেখানে রাতের খাবারের পর গান শুনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। বল এটা কি সুখী দম্পতির বৈশিষ্ট্য নয়?’
বন্ধুটি কৌতূহল নিয়ে বললেন, ‘তা তোমরা কবে কবে রেস্তোরাঁয় যাও?’
‘আমি রেস্তোরাঁয় যাই বুধবার আর আমার স্ত্রী যায় শুক্রবার’, ভদ্রলোকের জবাব।
► পল্টু : এই জানালাটা খুলে দেখো তো সূর্য উঠল কি না।
বল্টু : খুলে দেখলাম তো, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।
পল্টু : বোকা নাকি তুই? টর্চটা জ্বালিয়ে দেখতে পারছিস না?
সংগ্রহ : সাইফুল ইসলাম, ডেমরা, ঢাকা।