শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এই শীতে পাতাগুলি পাখি হয়ে যায়

মুহম্মদ নূরুল হুদা

এই শীতে শব্দগুলি পাখি হয়ে যায়;

শূন্যের হৃদয় ছেড়ে খুঁড়ে খায়

অন্য এক শূন্যের হৃদয়:

এই শীতে পাতাগুলি পাখি হয়ে যায়;

উড়ে উড়ে এতোটা সদয় তুমি,

হায় তরু, এতোটা নির্দয়!

 

অনঙ্গ হৃদয় ছেড়ে ফিরে আসো,

শব্দ-নারী, অঙ্গের ভিতর;

যেহেতু পাথর নও, শব্দ-বধূ,

নও তুমি যেহেতু নিথর।

 

মানুষ শুশ্রূষা পেলে

উড়ে যায় পাখির ডানায়,

ভালোবাসা আলোভাষা,

শুধুমাত্র সদাচারী মানুষে মানায়।

মানুষ শুশ্রূষা চায়,

মানুষ শুশ্রূষা পেলে

মানুষের খুব কাছে যায়;

শুশ্রূষাবিহীন মানুষ

মানুষের বুক ছেড়ে দূরে চলে যায়।

 

মানুষ শুশ্রূষা পেলে

শীতে-গ্রীষ্মে যে কোনো ঋতুতে

প্রকৃত মানুষ হয়ে যায়।

তাহলে বাড়াও বুক,

নারী তুমি নর তুমি বুকটা বাড়াও;

সময়কে বুকে তুলে

সময়ের বুকে চলে যাও;

মানুষকে ভালোবেসে

মানুষের ভালোবাসা নাও।

সর্বশেষ খবর