শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বই পরিচিতি

‘কমেন্টারিস অন দ্য কোড অব সিভিল প্রোসিডিউর, ১৯০৮

‘কমেন্টারিস অন দ্য কোড অব সিভিল প্রোসিডিউর, ১৯০৮

এ ট্রেটিস অব ল রিলেটিং টু প্র্যাকটিস অ্যান্ড প্রোসিডিউর অব দ্য কোর্ট অব সিভিল জুডিশিয়ারি’

মো. মুখলেসুর রহমান

 

সাহিত্যের খবর নিয়মিত জানা গেলেও বিজ্ঞান বা আইনের বইয়ের খবর চোখে পড়ে না। এ সংশ্লিষ্ট গবেষক ও লেখকের প্রচারও কম। আইন গবেষক ও বিচারক মো. মুখলেসুর রহমানের দীর্ঘ গবেষণার ফসল ‘কমেন্টারিস অন দ্য কোড অব সিভিল প্রোসিডিউর, ১৯০৮’। দুই খন্ডের এই বইতে দেওয়ানি আইনের সহজ ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস এবং প্রধান বিচারপতি এলিজা ইমপি প্রথম সিভিল কোড, ১৮৫৯ প্রস্তুত করেন যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ওপ্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আইনের সুবিন্যাস্ত প্রয়োগের সরল ও সাবলীল ব্যাখ্যা বর্তমান বইতে উঠে এসেছে- যা আইনের শিক্ষার্থী ও বিচারকার্যে সহায়ক ভূমিকা রাখবে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, পদ্ধতিগত অনুক্রমিক ও সুচারুভাবে বইটি লেখা। দেওয়ানি কার্যবিধির প্রতিটি বিষয়ের উপর দেশে প্রচলিত গুরুত্বপূর্ণ প্রায় সব আইন যথা সম্ভব এক জায়গায় করার জন্য কঠোর পরিশ্রম করেছেন লেখক। ইউনিভার্সাল বুক হাউস, ঢাকা প্রকাশিত এ বইয়ের মূল্য ২ হাজার টাকা।

সর্বশেষ খবর