তোমাকে পড়ব আমি নিমগ্ন নিষ্ঠায় একদিন যেমন নির্জনে নীল লণ্ঠনের আলো পড়ে প্রিয় প্রেমপত্র
তারও বেশি মুগ্ধতায় তোমাকে পাঠের ইচ্ছে পুষছি এখন।
ওষ্ঠ ও অধর থেকে পায়ের রুপালি নখ পড়ে নেব সব।
কবিতার চিত্রকল্প, উপমা-রূপক কত পড়েছি জীবনে
তোমার মতন কোনো রক্ত-মাংসময় স্নিগ্ধ রূপসী কবিতা
কখনো পড়িনি আগে; ঘনকালো চুল যেন রহস্য রাত্রির!
দুই চোখে চঞ্চলতা! যেন ফিদা হুসেনের আশ্চর্য রমণী!
অসম্ভবের পায়ে মাথা কুটে মরা এই প্রেম হয়তোবা,
তবু স্মৃতি মাধুরী দীক্ষিত তুমি শিল্পীর তুলিতে
জীবন্ত তোমার সত্তা! মেগাহার্টজ-কিলোহার্টজ বুঝেছো যতটা হয়তোবা ততোটুকু
হৃদয় বোঝেনি!
ইথার তরঙ্গে তুমি ওড়ো সারা দিন, তবু ভুলেও কখনো
স্বপ্নের আকাশে জানি দাওনি উড়াল ডানাহীন!
আমি শুধু সারাক্ষণ তোমার আকাশে নীল মেঘ
হয়তো তা কোনো দিন জানবে না তুমি!
এমন আশ্চর্য প্রেম শুনেছ কখনো, এ কি প্লেটোনিক তবে?
তাও নয়, তাও নয়, একবার পরীক্ষা করে দেখে নিতে পার
হাজার হাজার নীল প্রজাপতি নেমে আসবে আশ্চর্য উদ্যানে!
একবার তোমার সঙ্গে নির্জন স্বপ্নের দেশে কখনো হারালে!
অসঙ্গত এ প্রস্তাব কখনো দেব না নারী, শুধু যদি চাও
তাহলে অথই শান্তি-সরোবরে কিছুক্ষণ একান্তে হারাও।