শুধু ভয় ভয় করে,
কখন উঠে আসে আমার কাছে
ভয়ে ভয়ে কাটে রাত।
দিনে ভয় নেই,
নিয়মিত আদালতে যাই
নথি পড়ি সধবার।
মাঝখানে এসেছে আষাঢ়,
গিয়েছে শরৎ
সধবার নথি নিয়ে গিয়েছি পার্টিতে
ফিরেছি উজ্জ্বলে,
জোয়ারে ভেসেছি যখন, তখন
নথি রেখেছি আমার কাছে।
জেনেছি হাজার বার কোন দেশে গেলে
ভয়ভীতি থাকবে না আর
হবে না দেখতে আদালত।
সধবার নথি।
তবু ভয় ভয় করে,
ঘরের মেঝেতে শুয়ে থাকে কেউটের মেয়ে
রাত এলে শাসায় আমাকে,
সধবাকে ভুলে যেতে হবে।