ভাঙ্গায় ইব্রাহিম ফকির (৩৫) নামক এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য পাতরাইল গ্রামে বসতঘরে তার মৃতদেহ পাওয়া যায়। তিনি ওই গ্রামের ছালাম ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিক রোগে ভুগছিলেন বলে জানা যায়।
আজিমনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আলমগীর সরদার জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মঙ্গলবার সকালে নাস্তা খাওয়ার পর ইব্রাহিম তার ঘরে যায়। বাড়িতে ওই সময় কেউ ছিল না। সকাল সাড়ে ১০টার দিকে তার মা আলেয়া বেগম ছেলে ইব্রাহিমের ঘর ভিতর থেকে বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশিদের ডাকেন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তিনি ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ছেলেকে ঘরে দেখতে পায়। এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। ইব্রাহিম বেশ কয়েক বছর আগে কোরিয়া গিয়েছিলো। কোরিয়া গিয়ে দাঁতে ব্যথা থেকে মাথায় সমস্যা হয়। এরপর বছর ৪ আগে অসুস্থ অবস্থায় দেশে চলে আসে। দেশে এসে শারীরিক ও মানসিকভাবে পুরো অসুস্থ ছিলো। ইব্রাহিম অবিবাহিত ছিলো।
ভাংগা থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, নিহত ইব্রাহিম দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় থাকতেন। সেখানে ভুল চিকিৎসায় তার ব্রেনে সমস্যা হয়। পরে মানসিক সমস্যা নিয়ে তিনি দেশে ফিরে আসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়িতে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই। পরিবারের লোকজন ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
বিডি প্রতিদিন/এএ