শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কবিতা

মাতাল স্থপতি

মারুফ রায়হান

শূন্যতায় গড়ছি প্রাসাদ

একপেশে ভালোবাসার ভবন

নিসর্গসমেত

 

দেয়াল নাচবে সবুজ ঝর্ণায়

জানালার কাচে ধাক্কা খাবে

মুন ও মারকিউরি

স্বর্গোদ্যানে সোজা উঠে যাবে সিঁড়ি

 

সৈকতসম লিভিংরুমে

নক্ষত্রেরা খেলুক লুকোচুরি

খাক লুটোপুটি আস্ত হিমছড়ি

আছড়ে পড়ুক আটলান্টিক

 

আমি কোথাও নেই ঠিক

 

আমি থাকবো না

শুধু কবিযুগলের জন্যে এই বসতি-স্বাপ্নিক

 

আমার গড়েই তৃপ্তি

একপেশে ওই ভালোবাসার দীপ্তি

জোনাকসমেত পুষ্পঝাড়

শূন্যতায়, শূন্যের মাঝার-

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর