একটা হৃষ্টপুষ্ট বৃষ্টির অপেক্ষায় বসে আছি,
স্ফীত ফোঁটায় ধুয়ে পরিষ্কার হবে অনাচার;
অন্ধকার কেঁচে জমাচ্ছি সাদা বানাবো বলে-
অনাদিকাল অপেক্ষায় আছি...
অগণিত রাতের ভেতর অন্তত একটা রাতকে ধুয়ে
সোনামুখি রোদে শুকোতে দেবো,
সমস্ত প্রার্থনায় প্রত্যাশা রেখেছি-
সকালটা আহ্লাদে লাফিয়ে পড়বে অনাগত দুপুরের ভেতর, আর
শিশির ভেজা গোলাপের মতো হেসে উঠবে ক্ষতবিক্ষত বিকেল!