কক্সবাজারের কুতুবদিয়ায় রয়েছে প্রায় ৫০০ বছরের প্রাচীন মসজিদ। মুঘল আমলে প্রতিষ্ঠিত কালারমার মসজিদটি উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে অবস্থিত। এ মসজিদ প্রতিষ্ঠাতার নাম, নির্মাণসহ ও নামকরণের কোনো লিখিত ইতিহাস না থাকলেও জনশ্রুতি রয়েছে, প্রায় ৫০০ বছর আগে ওই গ্রামের এক মহীয়সী নারী তার স্বামীকে অসিয়ত করেছিলেন, তার মৃত্যুর পর একটি মসজিদ স্থাপন করার জন্য। ওই মহীয়সী নারীর স্বামী তার প্রিয়তমা স্ত্রীর অসিয়তে তাদের একমাত্র পুত্র সন্তান কালার নামে গোলপাতার ছাউনি দিয়ে একটি মসজিদ নির্মাণ করে এটিকে কালারমার মসজিদ নামকরণ করেছিলেন। ১৮৭৬ সালে সেমিপাকা মসজিদটি পুনর্নির্মাণ করেন বিশিষ্ট জমিদার মরহুম শেখ মুহাম্মদ মনু সিকদার। পরে তার তিন পুত্র শেখ আজগর আলী সিকদার, শেখ আবদুর রহমান সিকদার ও শেখ আবদুচ ছমদ সিকদার যৌথভাবে ১৯১৬ সালে একটি ওয়াকফ ট্রাস্ট গঠন করে মসজিদসহ সমাজের জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন। এতে ১৯৫২ সালে শেখ আবদুচ ছমদ সিকদারের একমাত্র পুত্র শেখ আবদুল আজিজ চৌধুরী কারুকার্য সজ্জিত করে মসজিদটি পুনর্নির্মাণ করেন। ১৯৮০ সালে মরহুম আবদুল আজিজ চৌধুরীর পুত্র মরহুম শেখ রফিক আহম্মদ চৌধুরী অন্যান্য সংস্কারকাজ সম্পন্ন করেন। এ মসজিদে প্রতি ওয়াক্তে শত শত মুসল্লি নামাজ আদায় করেন। জুমাবারে নানা জায়গা থেকে আসা ৬০০-৭০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। মহিলাদের নামাজ আদায় ও অন্যান্য এবাদত বন্দেগি করার ব্যবস্থা থাকায় প্রতিদিন বহু নারী এখানে নামাজ পড়তে আসেন। এ মসজিদ নিয়ে বহু আলৌকিক ঘটনার কথা শোনা যায় লোকমুখে।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
পাঁচ শতকের সাক্ষী কালারমার মসজিদ
মিজানুর রহমান, কুতুবদিয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর