ছাত্রজীবন থেকে শুরু, মাদারীপুরে ২৭ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন কারি মুহাম্মদ সুলতান। সংসারে রয়েছে অভাব-অনটন। শহরের কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পুরি, শিঙাড়া, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, ছোলা দিয়ে মুড়ি ভর্তা বিক্রি করে চলছে তার সংসার। প্রতিদিন তার বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকা। সব খরচ বাদে প্রতি মাসে আয় করেন অর্ধ লাখ টাকা। জানা যায়, মাদারীপুর পৌর শহরের পুরাতন কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকান দেন হাফেজ কারি মুহাম্মদ সুলতান। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া শেষে ১৯৯০ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। সন্তানরা বড় হওয়ার পর বেড়েছে সংসারের খরচ। মসজিদ থেকে যা সম্মানী পেতেন তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ২০১২ সালে ৩ হাজার টাকা পুঁজি নিয়ে ভ্রাম্যমাণ একটি মুড়ির দোকান দেন। সেখানে ভালো বিক্রি হয়। শিঙারা পিঁয়াজু, আলুর চপ, বেগুনি ও মুড়ি ভর্তা বিক্রি শুরু করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পণ্যের দাম বাড়লেও এখনো তিনি ৫ টাকা করে বিক্রি করে যাচ্ছেন এসব খাবার। খাবার বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার পরিচালনা করেন। জমানো টাকা দিয়ে হজ করেছেন তিনি ও তার স্ত্রী। সরেজমিনে দেখা যায়, বেলা ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে তার এ খাবার বিক্রি। তার দোকানে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা খাবারপ্রেমিকরা। কেউ রিকশায় বসে, কেউ পাশে দাঁড়িয়ে, কেউ আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন প্যাকেটে করে। স্থানীয়রা জানান, আজকাল ভেজাল খাবারের অভাব নেই। কিন্তু এই হুজুর যা বিক্রি করেন এগুলো ভালোমানের খাবার। তার খাবারে কোনো ভেজাল নেই। প্রতিদিনের খাবার প্রতিদিনই শেষ হয়ে যায়। অনেক সুস্বাদু খাবার। কারি মুহাম্মদ সুলতান বলেন, ‘ইমামতি করে যা পেতাম এতে সংসার চলা কঠিন হয়ে পড়েছিল। ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পুরি, শিঙাড়া বিক্রি করে ভালো টাকা লাভ হচ্ছে। এ টাকা দিয়ে মেয়েদের হাফেজ এবং কারি বানিয়েছি। ছেলেকে মাওলানা বানাইতে পারছি। আল্লাহর রহমতে এ ব্যবসায় আমার সফলতা এসেছে।’
শিরোনাম
- সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
- ত্বক-চুলের যত্নে নিমপাতা
- নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ
- ১২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ
- দায়িত্বে অবহেলায় কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষক
- বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহবুব আনাম
- রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
- আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?
- সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- রাজধানীতে কার্গো লিফটের চাপায় প্রাণ গেল গাড়িচালকের
- চাঁদাবাজি-মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ
- প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি
- ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
- মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
- এনসিপির একটি শ্রেণি যত অপরাধই করুক শাস্তি হয় না
- ঋণ পুনঃ তফসিল : সিদ্ধান্তটি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন
মুড়ি ভর্তায় জীবনযুদ্ধ
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর