ছাত্রজীবন থেকে শুরু, মাদারীপুরে ২৭ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন কারি মুহাম্মদ সুলতান। সংসারে রয়েছে অভাব-অনটন। শহরের কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পুরি, শিঙাড়া, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, ছোলা দিয়ে মুড়ি ভর্তা বিক্রি করে চলছে তার সংসার। প্রতিদিন তার বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকা। সব খরচ বাদে প্রতি মাসে আয় করেন অর্ধ লাখ টাকা। জানা যায়, মাদারীপুর পৌর শহরের পুরাতন কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকান দেন হাফেজ কারি মুহাম্মদ সুলতান। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া শেষে ১৯৯০ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। সন্তানরা বড় হওয়ার পর বেড়েছে সংসারের খরচ। মসজিদ থেকে যা সম্মানী পেতেন তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ২০১২ সালে ৩ হাজার টাকা পুঁজি নিয়ে ভ্রাম্যমাণ একটি মুড়ির দোকান দেন। সেখানে ভালো বিক্রি হয়। শিঙারা পিঁয়াজু, আলুর চপ, বেগুনি ও মুড়ি ভর্তা বিক্রি শুরু করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পণ্যের দাম বাড়লেও এখনো তিনি ৫ টাকা করে বিক্রি করে যাচ্ছেন এসব খাবার। খাবার বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার পরিচালনা করেন। জমানো টাকা দিয়ে হজ করেছেন তিনি ও তার স্ত্রী। সরেজমিনে দেখা যায়, বেলা ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে তার এ খাবার বিক্রি। তার দোকানে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা খাবারপ্রেমিকরা। কেউ রিকশায় বসে, কেউ পাশে দাঁড়িয়ে, কেউ আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন প্যাকেটে করে। স্থানীয়রা জানান, আজকাল ভেজাল খাবারের অভাব নেই। কিন্তু এই হুজুর যা বিক্রি করেন এগুলো ভালোমানের খাবার। তার খাবারে কোনো ভেজাল নেই। প্রতিদিনের খাবার প্রতিদিনই শেষ হয়ে যায়। অনেক সুস্বাদু খাবার। কারি মুহাম্মদ সুলতান বলেন, ‘ইমামতি করে যা পেতাম এতে সংসার চলা কঠিন হয়ে পড়েছিল। ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পুরি, শিঙাড়া বিক্রি করে ভালো টাকা লাভ হচ্ছে। এ টাকা দিয়ে মেয়েদের হাফেজ এবং কারি বানিয়েছি। ছেলেকে মাওলানা বানাইতে পারছি। আল্লাহর রহমতে এ ব্যবসায় আমার সফলতা এসেছে।’
শিরোনাম
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
মুড়ি ভর্তায় জীবনযুদ্ধ
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর