মানিকগঞ্জ সদর উপজেলার ভরাড়িয়া ইউনিয়নের সাতানী গ্রামের মো. কবীর হোসেন দেশের সর্বোচ্চ ডিগ্রি পেয়েও হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালান। অনেক কষ্টে মানুষের সহযোগিতায় ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে মাস্টারস পাস করেন কবীর। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চেষ্টা করেও একটি চাকরি জোগাতে পারেননি। বিভিন্ন কোটার কারণে তিনি অধিকার থেকে বঞ্চিত হন বলে জানান। যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়। কবীর হোসেনের দুটি হাত অকেজো। প্রতিবন্ধী ভাতা পেলেও প্রতিবন্ধী কোঠায় চাকরি হয়নি। অবশেষে হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। বাবা-মা ভাইদের নিয়ে ১২ জনের সংসার। বয়স্ক বাবা সাত্তার ব্যাপারীও হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। আরেক ভাই মামুন হোসেন অটোবাইক চালান। ছোট ভাইও অন্য হাটবাজারে শুটকি বিক্রি করেন। সবাই পরিশ্রম করে মিলেমিশে চলছেন। প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, মাস্টার ডিগ্রি পাস করে একটি ক্ষুদ্র ব্যবসা করছেন। তার মনে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেন না। সবার সঙ্গে হাসিখুশি থাকেন। তবে আচার-আচরণেই বোঝা যায় তিনি শিক্ষিত। আমরা চাই তার যেন একটি চাকরি হয়। কবীর হোসেন দুঃখ করে বলেন, চাকরি তো হবে না। সরকারি চাকরির বয়স শেষ। পুঁজি পেলে ব্যবসা একটু বড় করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। তিনি সরকার ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। বালিরটেক বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দেওয়ান বলেন, কবীর হোসেনের দুটি হাত অকেজো। মাস্টার ডিগ্রি পাস করে হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। মানিকগঞ্জে অনেক ধনী ব্যক্তি আছেন। তারা একটু সহযোগিতা করলেই কবীর ব্যবসা করে বেঁচে থাকতে পারবেন। আমি অনুরোধ করব তারা যেন কবীরের দিকে একটু নজর দেন।
শিরোনাম
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
- শাপলা কলি দেওয়া হলে নেবে এনসিপি
- সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
- বিয়ের দিন ঠিক করতে গিয়ে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে
- খাগড়াছড়িতে বিএনপির ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ
- বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত ১
- সিরাজগঞ্জে ৮ হাজারেরও বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ২৬ টাকা
- এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
- ঢাকায় প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিকের মৃত্যু
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭
সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও হাটে বিক্রি করেন শুঁটকি
যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর