মানিকগঞ্জ সদর উপজেলার ভরাড়িয়া ইউনিয়নের সাতানী গ্রামের মো. কবীর হোসেন দেশের সর্বোচ্চ ডিগ্রি পেয়েও হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালান। অনেক কষ্টে মানুষের সহযোগিতায় ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে মাস্টারস পাস করেন কবীর। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চেষ্টা করেও একটি চাকরি জোগাতে পারেননি। বিভিন্ন কোটার কারণে তিনি অধিকার থেকে বঞ্চিত হন বলে জানান। যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়। কবীর হোসেনের দুটি হাত অকেজো। প্রতিবন্ধী ভাতা পেলেও প্রতিবন্ধী কোঠায় চাকরি হয়নি। অবশেষে হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। বাবা-মা ভাইদের নিয়ে ১২ জনের সংসার। বয়স্ক বাবা সাত্তার ব্যাপারীও হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। আরেক ভাই মামুন হোসেন অটোবাইক চালান। ছোট ভাইও অন্য হাটবাজারে শুটকি বিক্রি করেন। সবাই পরিশ্রম করে মিলেমিশে চলছেন। প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, মাস্টার ডিগ্রি পাস করে একটি ক্ষুদ্র ব্যবসা করছেন। তার মনে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেন না। সবার সঙ্গে হাসিখুশি থাকেন। তবে আচার-আচরণেই বোঝা যায় তিনি শিক্ষিত। আমরা চাই তার যেন একটি চাকরি হয়। কবীর হোসেন দুঃখ করে বলেন, চাকরি তো হবে না। সরকারি চাকরির বয়স শেষ। পুঁজি পেলে ব্যবসা একটু বড় করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। তিনি সরকার ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। বালিরটেক বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দেওয়ান বলেন, কবীর হোসেনের দুটি হাত অকেজো। মাস্টার ডিগ্রি পাস করে হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। মানিকগঞ্জে অনেক ধনী ব্যক্তি আছেন। তারা একটু সহযোগিতা করলেই কবীর ব্যবসা করে বেঁচে থাকতে পারবেন। আমি অনুরোধ করব তারা যেন কবীরের দিকে একটু নজর দেন।
শিরোনাম
- সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
- ত্বক-চুলের যত্নে নিমপাতা
- নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ
- ১২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ
- দায়িত্বে অবহেলায় কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষক
- বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহবুব আনাম
- রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
- আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?
- সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- রাজধানীতে কার্গো লিফটের চাপায় প্রাণ গেল গাড়িচালকের
- চাঁদাবাজি-মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ
- প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি
- ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
- মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
- এনসিপির একটি শ্রেণি যত অপরাধই করুক শাস্তি হয় না
- ঋণ পুনঃ তফসিল : সিদ্ধান্তটি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন
সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও হাটে বিক্রি করেন শুঁটকি
যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর