মানিকগঞ্জ সদর উপজেলার ভরাড়িয়া ইউনিয়নের সাতানী গ্রামের মো. কবীর হোসেন দেশের সর্বোচ্চ ডিগ্রি পেয়েও হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালান। অনেক কষ্টে মানুষের সহযোগিতায় ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে মাস্টারস পাস করেন কবীর। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চেষ্টা করেও একটি চাকরি জোগাতে পারেননি। বিভিন্ন কোটার কারণে তিনি অধিকার থেকে বঞ্চিত হন বলে জানান। যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়। কবীর হোসেনের দুটি হাত অকেজো। প্রতিবন্ধী ভাতা পেলেও প্রতিবন্ধী কোঠায় চাকরি হয়নি। অবশেষে হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। বাবা-মা ভাইদের নিয়ে ১২ জনের সংসার। বয়স্ক বাবা সাত্তার ব্যাপারীও হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। আরেক ভাই মামুন হোসেন অটোবাইক চালান। ছোট ভাইও অন্য হাটবাজারে শুটকি বিক্রি করেন। সবাই পরিশ্রম করে মিলেমিশে চলছেন। প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, মাস্টার ডিগ্রি পাস করে একটি ক্ষুদ্র ব্যবসা করছেন। তার মনে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেন না। সবার সঙ্গে হাসিখুশি থাকেন। তবে আচার-আচরণেই বোঝা যায় তিনি শিক্ষিত। আমরা চাই তার যেন একটি চাকরি হয়। কবীর হোসেন দুঃখ করে বলেন, চাকরি তো হবে না। সরকারি চাকরির বয়স শেষ। পুঁজি পেলে ব্যবসা একটু বড় করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। তিনি সরকার ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। বালিরটেক বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দেওয়ান বলেন, কবীর হোসেনের দুটি হাত অকেজো। মাস্টার ডিগ্রি পাস করে হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। মানিকগঞ্জে অনেক ধনী ব্যক্তি আছেন। তারা একটু সহযোগিতা করলেই কবীর ব্যবসা করে বেঁচে থাকতে পারবেন। আমি অনুরোধ করব তারা যেন কবীরের দিকে একটু নজর দেন।
শিরোনাম
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও হাটে বিক্রি করেন শুঁটকি
যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর