মানিকগঞ্জ সদর উপজেলার ভরাড়িয়া ইউনিয়নের সাতানী গ্রামের মো. কবীর হোসেন দেশের সর্বোচ্চ ডিগ্রি পেয়েও হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালান। অনেক কষ্টে মানুষের সহযোগিতায় ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে মাস্টারস পাস করেন কবীর। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চেষ্টা করেও একটি চাকরি জোগাতে পারেননি। বিভিন্ন কোটার কারণে তিনি অধিকার থেকে বঞ্চিত হন বলে জানান। যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়। কবীর হোসেনের দুটি হাত অকেজো। প্রতিবন্ধী ভাতা পেলেও প্রতিবন্ধী কোঠায় চাকরি হয়নি। অবশেষে হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। বাবা-মা ভাইদের নিয়ে ১২ জনের সংসার। বয়স্ক বাবা সাত্তার ব্যাপারীও হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। আরেক ভাই মামুন হোসেন অটোবাইক চালান। ছোট ভাইও অন্য হাটবাজারে শুটকি বিক্রি করেন। সবাই পরিশ্রম করে মিলেমিশে চলছেন। প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, মাস্টার ডিগ্রি পাস করে একটি ক্ষুদ্র ব্যবসা করছেন। তার মনে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেন না। সবার সঙ্গে হাসিখুশি থাকেন। তবে আচার-আচরণেই বোঝা যায় তিনি শিক্ষিত। আমরা চাই তার যেন একটি চাকরি হয়। কবীর হোসেন দুঃখ করে বলেন, চাকরি তো হবে না। সরকারি চাকরির বয়স শেষ। পুঁজি পেলে ব্যবসা একটু বড় করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। তিনি সরকার ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। বালিরটেক বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দেওয়ান বলেন, কবীর হোসেনের দুটি হাত অকেজো। মাস্টার ডিগ্রি পাস করে হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। মানিকগঞ্জে অনেক ধনী ব্যক্তি আছেন। তারা একটু সহযোগিতা করলেই কবীর ব্যবসা করে বেঁচে থাকতে পারবেন। আমি অনুরোধ করব তারা যেন কবীরের দিকে একটু নজর দেন।
শিরোনাম
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও হাটে বিক্রি করেন শুঁটকি
যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর