মানিকগঞ্জ সদর উপজেলার ভরাড়িয়া ইউনিয়নের সাতানী গ্রামের মো. কবীর হোসেন দেশের সর্বোচ্চ ডিগ্রি পেয়েও হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালান। অনেক কষ্টে মানুষের সহযোগিতায় ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে মাস্টারস পাস করেন কবীর। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চেষ্টা করেও একটি চাকরি জোগাতে পারেননি। বিভিন্ন কোটার কারণে তিনি অধিকার থেকে বঞ্চিত হন বলে জানান। যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়। কবীর হোসেনের দুটি হাত অকেজো। প্রতিবন্ধী ভাতা পেলেও প্রতিবন্ধী কোঠায় চাকরি হয়নি। অবশেষে হাটবাজারে শুঁটকি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। বাবা-মা ভাইদের নিয়ে ১২ জনের সংসার। বয়স্ক বাবা সাত্তার ব্যাপারীও হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। আরেক ভাই মামুন হোসেন অটোবাইক চালান। ছোট ভাইও অন্য হাটবাজারে শুটকি বিক্রি করেন। সবাই পরিশ্রম করে মিলেমিশে চলছেন। প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, মাস্টার ডিগ্রি পাস করে একটি ক্ষুদ্র ব্যবসা করছেন। তার মনে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেন না। সবার সঙ্গে হাসিখুশি থাকেন। তবে আচার-আচরণেই বোঝা যায় তিনি শিক্ষিত। আমরা চাই তার যেন একটি চাকরি হয়। কবীর হোসেন দুঃখ করে বলেন, চাকরি তো হবে না। সরকারি চাকরির বয়স শেষ। পুঁজি পেলে ব্যবসা একটু বড় করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। তিনি সরকার ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। বালিরটেক বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দেওয়ান বলেন, কবীর হোসেনের দুটি হাত অকেজো। মাস্টার ডিগ্রি পাস করে হাটবাজারে শুঁটকি মাছ বিক্রি করেন। মানিকগঞ্জে অনেক ধনী ব্যক্তি আছেন। তারা একটু সহযোগিতা করলেই কবীর ব্যবসা করে বেঁচে থাকতে পারবেন। আমি অনুরোধ করব তারা যেন কবীরের দিকে একটু নজর দেন।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও হাটে বিক্রি করেন শুঁটকি
যখন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কোটা প্রথার বিলুপ্তি হয় তখন তার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যায়
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর