বছরে ১০ লক্ষ বর্গ কিলোমিটার ভূমিক্ষয় চলছে বিশ্বজুড়ে। জলবায়ু পরিবর্তন রোধ, প্রকৃতিকে রক্ষা করা কিংবা পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখা, ক্রমেই দুরূহ হয়ে উঠছে। সম্প্রতি জাতিসংঘের সংস্থার প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, ইতোমধ্যেই ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যা আকারে প্রায় দক্ষিণ মেরুর সমান। প্রকৃতিবিজ্ঞানীদের দাবি, অবিলম্বে ভূমির উপর অত্যাচার বন্ধ করা হোক। অন্যথায় বিপদ আসন্ন।
শীঘ্রই ‘আর্থ সামিট’ বসতে চলেছে সৌদি আরবের রিয়াদে। বিশ্ব জুড়ে বাড়তে থাকা মরু অঞ্চল রোধে আলোচনা হবে বিশেষজ্ঞ মহলে। অংশ নেবেন কমপক্ষ ২০০টি দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র নিয়ে জাতিসংঘের অন্য দু’টি সম্মেলনের তুলনায় এটির জনপ্রিয়তা কম।
১৯৯২ সাল থেকে শুরু হওয়া বিশ্ব সম্মেলনের লক্ষ্য পৃথিবীকে বাসযোগ্য রাখা। রিয়াদের সম্মেলনের আগে তাই গবেষণাপত্রটির প্রকাশ হওয়া তাৎপর্যপূর্ণ।
এই রিপোর্টটির সঙ্গে যুক্ত রয়েছে ‘ইউনাইটেড নেশন কনভেনশন অন কমব্যাটিং ডেজার্টিফিকেশন’ (ইউএনসিসিডি)। সংস্থার এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম থিয়াও বলেন, ‘‘আমরা যদি জমির ভূমিকা বুঝতে না পারি, যথাযথ ব্যবস্থা নিতে না পারি, তার প্রভাব জীবনের সব ক্ষেত্রে পড়বে। ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারণ আরও কঠিন হয়ে উঠবে।’’
বিডি প্রতিদিন/নাজমুল