শিরোনাম
সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফোর্বসে বাংলাদেশি খায়রুল আলম

ফোর্বসে বাংলাদেশি খায়রুল আলম

গোটা বিশ্বের ফ্রিল্যান্সিং জগতে বাংলাদেশের অন্যতম সেরা বিজ্ঞাপন খায়রুল আলম। কাজ করতেন বেসরকারি প্রতিষ্ঠানে। বিশ্ববিখ্যাত ফোর্বস এবং দ্য ইন্টারপ্রেনারেও নাম এসেছে খায়রুলের। শুরুতে ১০ তরুণ নিয়ে যাত্রা শুরু করে ফ্লিট বাংলাদেশ। এরপর থেকে কর্মীসংখ্যা বেড়েই চলেছে। নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে অ্যামাজন, ওয়ালমার্ট ও ই-বের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের পাশাপাশি তিন শতাধিক প্রতিষ্ঠানে গ্রাহকসেবা দিয়ে থাকেন খায়রুল আলম। সেবাগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন ভেন্ডার ব্যবস্থাপনা, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অ্যামাজন প্রাইভেট লেভেল প্রোডাক্ট, ওয়ালমার্ট স্টোর ব্যবস্থাপনা ও ই-বে স্টোর ব্যবস্থাপনা। তা ছাড়া ফনেক্স গ্রুপ, অ্যাশলি ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি গ্রাহকসেবা দিয়ে থাকেন তারা। আর ফ্লিট বাংলাদেশের গ্রাহকদের জন্য রয়েছে নিজস্ব ইনভেনটরি ম্যানেজমেন্ট সিস্টেম। শুরুতে রাজশাহী থেকে পরিচিত ব্যক্তিদের একটু একটু করে কাজ শেখানো শুরু করেন খায়রুল আলম। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মীসংখ্যা পাঁচ শতাধিক। সংখ্যাটা বাড়ছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে প্রচুর রেমিট্যান্স আনা সম্ভব বলে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এ খাতে।

সর্বশেষ খবর