বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রপ্তানি আয় বাড়ানোর নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি আয় বাড়ানোর নতুন উদ্যোগ

দেশে রপ্তানি আয় বাড়াতে এ খাতের উন্নয়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অধিকতর অভিঘাতসহনশীল করার পাশাপাশি এ খাতের বিকাশ ও প্রসারের ধারা অব্যাহত রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানিসহায়ক প্রাক্-অর্থায়ন তহবিল গঠন করেছে। ১৮০ দিন মেয়াদে দেশি মুদ্রায় মাত্র ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে কাঁচামাল কেনা বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন সুযোগ পাবেন রপ্তানিকারকরা। ব্যাংকপর্যায়ে সুদহার হবে ১ দশমিক ৫ শতাংশ। এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, নতুন গঠিত ১০ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিল দেশের রপ্তানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ খবর