মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

মানসম্পন্ন শিক্ষার সঙ্গে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

মানসম্পন্ন শিক্ষার সঙ্গে চাকরির সুযোগ

পুরো ক্যাম্পাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টরের সুবিধাসংবলিত ক্লাসরুম, ওয়াইফাই সংযোগ, নিজস্ব ছাত্রাবাসসহ সব ধরনের আধুনিক সুযোগসুবিধা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিকে আলাদা করেছে। ৬৯ মহাখালী ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স টাওয়ার’-এর সুবিশাল ভবনে পরিচালিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অষ্টম তলায় রয়েছে সমৃদ্ধ সুপরিসর লাইব্রেরি। এতে রয়েছে বিপুলসংখ্যক বই ও ই-বুক। এমন মনোরম পরিবেশে শিক্ষা অর্জনের সুযোগ মিলছে শিক্ষার্থীদের। শিক্ষাবর্ষ শেষ হলেই শিক্ষার্থীদের বিদায় জানানোর পক্ষে নন এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ছাড়াও যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দিতে প্রস্তুত কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল আউয়াল খান বলেন, শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে কোনোরূপ ছাড় না দেওয়ার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সোনার বাংলা গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষাদান, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের মাধ্যমে একুশ শতকের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। আমরা সে পথে অগ্রসর হচ্ছি। মেধা, যোগ্যতা ও অধিকারের ভিত্তিতে ছাত্রছাত্রীদের জন্য ১৪টি বিভিন্ন ধরনের স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভারের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সূত্র জানান, কম খরচে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’-এর দুই কর্ণধার ও ‘আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর