আগের দিন নিউজিল্যান্ডের জয়ের পথটা পরিস্কার হয়ে গিয়েছিল। গতকাল শুধু আনুষ্ঠানিকতা সারল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চ টেস্টে কিউইরা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ধস নেমেছিলপাকিস্তানের। প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে। তাই জয়ের জন্য নিউইজিল্যান্ডের লক্ষ দাঁড়ায় মাত্র ১০৫ রান। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৬১ রান এসেছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের অভিষিক্ত দুই ক্রিকেটাররা। ওপেনার জিত রাভাল প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন অপরাজিত ৩৬ রানের কার্যকরী ইনিংস। আরেক অভিষিক্ত ক্রিকেটার কলিন তো সাত উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারই জিতেছেন। ম্যাচ শেষে অনুভূমি ব্যক্ত করতে গিয়ে কলিন বলেন, ‘টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাওয়ায় আমার খুবই ভালো লেগেছে। আমরা কখনোই এই ম্যাচকে আলাদা কিছু মনে করিনি। ভেবেছি এটাও অন্য ম্যাচের মতো আরেকটি ম্যাচ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এবং সফল হয়েছি।’ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘ছেলেরা দারুন খেলেছে। উইকেট খুবই ভালো ছিল। কলিন অসাধারণ বোলিং করেছেন। আর রাভাল দারুন ব্যাটিং করেছেন। তাদের দুজনের জন্য আমাদের জয়টা সহজ হয়েছে।’ এদিকে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের শশুর মারা যাওয়ায় দেশের পথে রওনা দিয়েছেন তিনি। তাই সংবাদ সম্মেলনে যেতে হয়েছে আজহার আলীকে। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছি। বেশি রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভালো হয়নি। সে কারণেই ম্যাচ থেকে ছিটকে গেছি।’
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
পাকিস্তানকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
