আগের দিন নিউজিল্যান্ডের জয়ের পথটা পরিস্কার হয়ে গিয়েছিল। গতকাল শুধু আনুষ্ঠানিকতা সারল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চ টেস্টে কিউইরা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ধস নেমেছিলপাকিস্তানের। প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে। তাই জয়ের জন্য নিউইজিল্যান্ডের লক্ষ দাঁড়ায় মাত্র ১০৫ রান। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৬১ রান এসেছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের অভিষিক্ত দুই ক্রিকেটাররা। ওপেনার জিত রাভাল প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন অপরাজিত ৩৬ রানের কার্যকরী ইনিংস। আরেক অভিষিক্ত ক্রিকেটার কলিন তো সাত উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারই জিতেছেন। ম্যাচ শেষে অনুভূমি ব্যক্ত করতে গিয়ে কলিন বলেন, ‘টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাওয়ায় আমার খুবই ভালো লেগেছে। আমরা কখনোই এই ম্যাচকে আলাদা কিছু মনে করিনি। ভেবেছি এটাও অন্য ম্যাচের মতো আরেকটি ম্যাচ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এবং সফল হয়েছি।’ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘ছেলেরা দারুন খেলেছে। উইকেট খুবই ভালো ছিল। কলিন অসাধারণ বোলিং করেছেন। আর রাভাল দারুন ব্যাটিং করেছেন। তাদের দুজনের জন্য আমাদের জয়টা সহজ হয়েছে।’ এদিকে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের শশুর মারা যাওয়ায় দেশের পথে রওনা দিয়েছেন তিনি। তাই সংবাদ সম্মেলনে যেতে হয়েছে আজহার আলীকে। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছি। বেশি রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভালো হয়নি। সে কারণেই ম্যাচ থেকে ছিটকে গেছি।’
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ