সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

আগের দিন নিউজিল্যান্ডের জয়ের পথটা পরিস্কার হয়ে গিয়েছিল। গতকাল শুধু আনুষ্ঠানিকতা সারল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চ টেস্টে কিউইরা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ধস নেমেছিলপাকিস্তানের। প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে। তাই জয়ের জন্য নিউইজিল্যান্ডের লক্ষ দাঁড়ায় মাত্র ১০৫ রান। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৬১ রান এসেছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের অভিষিক্ত দুই ক্রিকেটাররা। ওপেনার জিত রাভাল প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন অপরাজিত ৩৬ রানের কার্যকরী ইনিংস। আরেক অভিষিক্ত ক্রিকেটার কলিন তো সাত উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারই জিতেছেন। ম্যাচ শেষে অনুভূমি ব্যক্ত করতে গিয়ে কলিন বলেন, ‘টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাওয়ায় আমার খুবই ভালো লেগেছে। আমরা কখনোই এই ম্যাচকে আলাদা কিছু মনে করিনি। ভেবেছি এটাও অন্য ম্যাচের মতো আরেকটি ম্যাচ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এবং সফল হয়েছি।’ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘ছেলেরা দারুন খেলেছে। উইকেট খুবই ভালো ছিল। কলিন অসাধারণ বোলিং করেছেন। আর রাভাল দারুন ব্যাটিং করেছেন। তাদের দুজনের জন্য আমাদের জয়টা সহজ হয়েছে।’ এদিকে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের শশুর মারা যাওয়ায় দেশের পথে রওনা দিয়েছেন তিনি। তাই সংবাদ সম্মেলনে যেতে হয়েছে আজহার আলীকে। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছি। বেশি রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভালো হয়নি। সে কারণেই ম্যাচ থেকে ছিটকে গেছি।’

সর্বশেষ খবর