শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কোচ কামাল বাবু এক বছর নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

কোচ কামাল বাবু এক বছর নিষিদ্ধ

কোচ কামাল বাবুকে ফুটবলের সবরকম কার্যক্রম থেকে এক বছর নিষিদ্ধ করেছে বাফুফে। সঙ্গে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ২২ বছর কোচিং ক্যারিয়ারে এই প্রথম শাস্তি পেলেন দেশের আলোচিত এই কোচ। ঘটনাটি ঘটে সদ্য সমাপ্ত স্বাধীনতা কপে। সেমিফাইনালে বাবুর প্রশিক্ষণপ্রাপ্ত রহমতগঞ্জ মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনীর। রনির দেওয়া গোলে পেনাল্টি গোলে জয়ী হয়ে চট্টগ্রাম আবাহনী ফাইনালে উঠে যায়। দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও সমতায় ফিরতে পারেনি। রহমতগঞ্জের বিপক্ষে পেনাল্টি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। রহমতগঞ্জের খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। খেলা থেমে থাকা অবস্থায় কোচ কামাল বাবু মাঠে প্রবেশ করেন। ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ ছিল। বাফুফে কোচ বাবুর মাঠে নামা, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ ও অসৌজন্যমূলক আচরণের শাস্তি দিয়েছে।

গতকাল কামাল বাবুর সঙ্গে আলাপ করলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, ‘আমার প্রশিক্ষণ জীবনে এই প্রথম শাস্তি পেলাম। আমাকে শোকজও পাঠানো হয়েছিল। তার জবাবও আমি সময়মতো দিয়েছি। চিঠিতে আমি আমার ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছি। বলেছি আসলে কোচ হিসেবে আমার ওই সময় মাঠে নামাটা বা রেফারির সঙ্গে কথা বলা ঠিক হয়নি। এর জন্য আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। জানি না এর পরও আমার শাস্তি হয় কীভাবে? এর চেয়ে বড় ঘটনা মাঠে কি ঘটছে না? শুনেছি শাস্তির পেছনে অন্য এক কারণও আছে।’

সর্বশেষ খবর