শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মুখোমুখি দুই বোন

ক্রীড়া ডেস্ক

মুখোমুখি দুই বোন

রিটার্ন শট খেলছেন সেরেনা উইলিয়ামস —এএফপি

সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস। এক সময় গ্র্যান্ডস্লাম ওপেনের ফাইনাল মানেই দুই বোনের লড়াই ছিল। এখন সময় বদলেছে। বুড়ো ভেনাস অনেক আগেই ফর্ম হারিয়েছেন। সেরেনা অবশ্য এখনো দূরন্তপনা দেখিয়ে চলেছেন। এমনকি মা হওয়ার পরও সেরেনা উইলিয়ামসের ব্যাকহ্যান্ড এবং ফোরহ্যান্ডের ধার কমেনি মোটেও। অবশ্য নিজেকে পূর্ণ রূপে ফিরে পেতে কিছুটা সময় লাগছে তার। টেনিসের ইতিহাসেই কেবল নয়, অন্য যে কোনো ক্রীড়াক্ষেত্র মিলিয়েও এমন জুড়ি পাওয়া কঠিন। উইলিয়ামস পরিবারের দুই মেয়ের দ্বৈরথ দেখতে উপচে পড়া ভিড় জমে যায় টেনিস কোর্টে ও টিভি সেটের সামনে। দুই বোনের অতীত লড়াইগুলোই হয়ত এর কারণ! তাছাড়া এমন বোন আর কোথায়ই বা পাওয়া যায়! ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেই দেখা হচ্ছে উইলিয়ামস পরিবারের দুই মেয়ের। ভেনাস-সেরেনা লড়াই মানেই বিশেষ কিছু। অবশ্য এই লড়াইয়ে জয় বেশিরভাগ ছোট বোন সেরেনারই হয়। অতীতে ২৯ বার মুখোমুখি হয়েছেন দুজন। এর মধ্যে ১৭ বারই জিতেছেন সেরেনা। দুই বোন গ্র্যান্ডস্লাম ফাইনালেই মুখোমুখি হয়েছেন ৭ বার। এর মধ্যে পাঁচবারই জিতেছেন সেরেনা। দুইবার ভেনাস। ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের পথে সেরেনা উইলিয়ামস ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন জার্মানির উইটহফটকে। অন্যদিকে ভেনাস উইলিয়ামস ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ইতালির গিওর্গিকে। গ্র্যান্ডস্লামে দুই বোনের ১৫ বারের মুখোমুখিতে ১০ জয় সেরেনার এবং পাঁচ জয় ভেনাসের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর