রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দিনের পুরোটা ব্যাটিংয়ের টার্গেট কারিবীয়দের

ক্রীড়া প্রতিবেদক

দিনের পুরোটা ব্যাটিংয়ের টার্গেট কারিবীয়দের

ইনিংসের অর্ধেক শেষ। সাজঘরে ফিরেছেন উপরের সারির ৫ ব্যাটসম্যান। ৭৫ রান তুলতে খেলেছে ২৪ ওভার। আজ তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংস কতটা পথ পেরোবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অথচ ক্যারিবীয় বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান বলেছেন, দলের টার্গেট আজ তৃতীয়দিন ব্যাটিং করার। আদৌ কি সম্ভব?

মাহামুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৩৬ রান, সাকিবের অধিনায়কোচিত ৮০, অভিষেকে আলো ছড়ানো সাদমানের ৭৬, হঠাত্ সুযোগ পাওয়া লিটনের আগ্রাসী ৫৪ রানে ভর করে ৫০৮ রানের পর্বতসমান স্কোর গড়েছে বাংলাদেশ। জবাবে ৭৫ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজের নেই ৫ উইকেট। তারপরও স্বপ্ন দেখছেন ২ উইকেট নেওয়া ওয়ারিক্যান। স্বাগতিকদের পর্বতসমান স্কোরের বিপক্ষে খেলতে নেমে প্রথম ওভারেই হারায় দলের সেরা ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথহোয়েইটকে। সেই ধাক্কা সামাল দিতে দিনে ২৯ রানের মধ্যে হারিয়ে বসে ৫ উইকেট। সাকিব ও মিরাজের ঘূর্ণিতে নাকাল হয়ে বোল্ড হন ব্রেথহোয়েইটের পর পাওয়েল, শাই হোপ, আমব্রিস ও চেজ। ৫ উইকেট হারিয়ে দল যখন ছন্নছাড়া, তখন হাল ধরেন হেটমায়ার ও ডওরিচ। দুজনে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৪৬ রান। আজ সফরকারীদের এরাই ভরসা। গতকাল দিনের শেষ সেসনে খেলতে নেমে দুই টাইগার স্পিনারের বোলিং বুঝতে না পারায় ব্যাটিং ধস বলেন ওয়ারিক্যান, ‘আমাদের ব্যাটসম্যানরা বল ঘুরবে মনে করে খেলতে নেমে সোজা বলে আউট হয়েছেন। তারপরও আমি আশা করছি কাল (আজ) সারা দিন বাটিং করার।’

এরই মধ্যে চট্টগ্রামে ৬৪ রানে হেরে সিরিজে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সমতা আনতে অবিশ্বাস্য ক্রিকেটই খেলতে হবে মিরপুরে। টাইগাররা যদি তৃতীয় দিনে আরও ভালো বোলিং করতে পারে তা হলে প্রথম ইনিংসে অল আউট তো বটে ফলোআনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়বে সফরকারীরা। এখন দেখা যাক ওয়েস্টইন্ডিজ চ্যালেঞ্জের জবাবটা কিভাবে দিবে।

সর্বশেষ খবর