বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতের দৌড় এতটুকুই

ক্রীড়া ডেস্ক

ভারতের দৌড় এতটুকুই

বিরাট কোহলির সেঞ্চুরিতে (১০৪) দ্বিতীয় ওয়ানর্ডে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল ভারত। অস্টেলিয়ার ২৯৮ রানের জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২৯৯ রান সংগ্রহ করে -এএফপি

এএফসি এশিয়ান কাপে গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল ভারত। গত সোমবার বাহরাইনের কাছে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে হেরে যায় ভারতীয়রা। বাহরাইনের পক্ষে ম্যাচের অতিরিক্ত মিনিটে পেনাল্টি থেকে গোলটা করেন রশিদ। ভারত টুর্নামেন্টটা দারুণভাবেই শুরু করেছিল। প্রথম ম্যাচে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল থাইল্যান্ডকে। তবে পরের ম্যাচেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে। টানা দুই পরাজয়ে বিদায় নিল ভারত। এই গ্রুপ থেকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড এবং বাহরাইন নকআউট পর্ব নিশ্চিত করেছে। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে থাইল্যান্ড। এতেই নকআউট পর্বে উঠে এলো তারা।

এদিকে এএফসি এশিয়ান কাপে আজ গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইরান ও ইরাক। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ইরান। আজ ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে  খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর