Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ মার্চ, ২০১৯ ২৩:১৩

ইংল্যান্ডে যাও স্টেডিয়াম মাতাও

ইংল্যান্ডে যাও স্টেডিয়াম মাতাও

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্যে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং বিশ্বের জনপ্রিয় পানীয় কোম্পানি কোকা-কোলা একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার ঘোষণা দিয়েছে। এই অংশীদারিত্বের অংশ হিসেবে কোকা-কোলা আগামী পাঁচ বছরের জন্য আইসিসি’র নন-অ্যালকোহলিক পানীয়ের অংশীদার হিসেবে থাকবে। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে ভোক্তাদেরকে সম্পৃক্ত করতে কোকা-কোলা বাংলাদেশ ‘ইংল্যান্ডে যাও, স্টেডিয়াম মাতাও’ শিরোনামে নতুন এই ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের ফলে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ ২০১৯ মাঠে বসে সরাসরি উপভোগের সুযোগ পাবেন। গতকাল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশীদারিত্ব এবং ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত জানানো হয়। সন্দ্বীপ বাজোরিয়া, ভাইস প্রেসিডেন্ট- সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশানস, কোকা-কোলা; ক্যাম্পবেল জেমিসন, জেনারেল ম্যানেজার, আইসিসি, মো. আকরাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আপনার মন্তব্য